ঢাকাFriday , 31 May 2024

অতিরিক্ত ডিআইজি মহোদয়ের কালিয়া সার্কেল ও লোহাগড়া থানা পরিদর্শন

News Editor
May 31, 2024 1:40 pm
Link Copied!

আজ ৩০ মে/২০২৪ (বৃহস্পতিবার) নড়াইল জেলার কালিয়া সার্কেল অফিস ও লোহাগড়া থানা পরিদর্শন করেন জনাব মোঃ নিজামুল হক মোল্যা, অ্যাডিশনাল ডিআইজি (অ্যাডমিনিস্ট্রেশন এন্ড ফাইনান্স), বাংলাদেশ পুলিশ, খুলনা রেঞ্জ, খুলনা মহোদয়। অ্যাডিশনাল ডিআইজি মহোদয় অদ্য সকাল ১০ঃ৩০ ঘটিকার সময় কালিয়া সার্কেল অফিসে উপস্থিত হলে তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেন জনাব মোহাঃ মেহেদী হাসান, সুযোগ্য পুলিশ সুপার, নড়াইল মহোদয় । এসময় উপস্থিত ছিলেন জনাব প্রণব কুমার সরকার, সহকারী পুলিশ সুপার (কালিয়া সার্কেল)। এরপর অ্যাডিশনাল ডিআইজি মহোদয় কালিয়া সার্কেল অফিস পরিদর্শন করেন। পরিদর্শন শেষে লোহাগড়া থানার উদ্দেশ্যে রওনা করেন। অ্যাডিশনাল ডিআইজি মহোদয় পুলিশ সুপার মহোদয়কে সাথে নিয়ে লোহাগড়া থানায় উপস্থিত হলে তাদের ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেন জনাব মোঃ দোলন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)সহ জনাব কাঞ্চন কুমার রায়, অফিসার ইনচার্জ, লোহাগড়া থানা। পরে অ্যাডিশনাল ডিআইজি মহোদয়কে লোহাগড়া থানা পুলিশের পক্ষ হতে গার্ড অব অনার প্রদান করা হয়। অতঃপর অ্যাডিশনাল ডিআইজি মহোদয় লোহাগড়া থানা পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি রেঞ্জ অফিস খুলনার উদ্দেশ্যে রওনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।