আজ ঐতিহাসিক ৭ মার্চ। ১৯৭১ সালের এই দিনে তৎকালীন রেসকোর্স ময়দানে জীবনের শ্রেষ্ঠ ভাষণটি দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ঐতিহাসিক এই দিবস উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
স্বাধীনতার স্থপতি জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানিয়ে সেখানে কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থাকেন শেখ হাসিনা। পরে আওয়ামী লীগের সভাপতি হিসেবে দলের কেন্দ্রীয় নেতাদের নিয়ে আবারও শ্রদ্ধা জানান তিনি।
৭ মার্চ উপলক্ষে আজ সকালে গণভবনে ডাকটিকিট, উদ্বোধনী খাম ও সিলমোহর অবমুক্ত করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর সকাল সাড়ে ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। বিকেলে তেজগাঁওয়ের দলীয় কার্যালয়ে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায়ও যোগ দেবেন প্রধানমন্ত্রী।
১৯৭১ সালে পাকিস্তানি নিগ্রহের শিকার হয়ে জাতি যখন উদ্বেগ, উৎকণ্ঠা আর অনিশ্চয়তায় ঠাসা সময় পার করছিল, সেই সময়টায় পূর্ব বাংলার মানুষকে পরবর্তী দিক নির্দেশনা দিতে ঢাকার রমনার রেসকোর্স ময়দানে গণসমাবেশের ডাক দেওয়া হয়। সেই দিনটিই ছিল ৭ ই মার্চ। এদিন দুপুর ২টায় মঞ্চে উঠে কোনো ভূমিকা না দিয়েই সরাসরি মূল প্রসঙ্গে চলে যান বঙ্গবন্ধু,দেন জীবনের শ্রেষ্ঠ ভাষণ