ঢাকাSunday , 4 June 2023

আয়নাপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অনুমোদন নিয়ে ময়মনসিংহ শিক্ষা বোর্ড চেয়ারম্যানের কালক্ষেপণ

News Editor
June 4, 2023 7:20 pm
Link Copied!

 নিজস্ব প্রতিনিধি  ফায়সাল আহমেদ:

ময়মনসিংহ বিভাগের অন্তর্গত শেরপুর জেলার ‌ ঝিনাইগাতী উপজেলায় অবস্থিত আয়নাপুর উচ্চ বিদ্যালয় একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিবছর অসংখ্য শিক্ষার্থী এখান থেকে এসএসসি পাস করে। এই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অনুমোদনের জন্য ময়মনসিংহ শিক্ষা বোর্ডে ‌০৬/১০/২০২২ তারিখ আবেদন করা হয়। এই পর্যন্ত ময়মনসিংহ শিক্ষা বোর্ড চেয়ারম্যান জনাব ডক্টর গাজী হাসান কামাল একবার কমিটির অনুমোদন দিয়ে , সেই অনুমোদন পুনরায় স্থগিত করেন এবং পুনরায় তদন্তের নির্দেশ দেন। বর্তমানে অত্র প্রতিষ্ঠানের প্রস্তাবিত কমিটির সভাপতি জনাব মোঃ হাসানুজ্জামান। তিনি অভিযোগ করেন কিছু স্বার্থন্বেষী মহলের প্ররোচনায় বোর্ড চেয়ারম্যান তদন্ত রিপোর্ট পাওয়া সত্ত্বেও অনুমোদন দিচ্ছেন না। তিনি শুধু কালক্ষেপণ করছেন। এতে অত্র প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। অত্র এলাকার জনগণ অভিযোগ করেন যে বিএনপি জামাতের এজেন্ট নাজমুল জাহান দুর্নীতি করে অত্র প্রতিষ্ঠানটিকে ধ্বংসের ষড়যন্ত্র করছেন। এলাকার জনসাধারণ, ও ছাত্র ছাত্রীদের অভিভাবকদের ‌ নিবেদন এই যে, কমিটিকে অনুমোদন দিয়ে প্রতিষ্ঠানটিকে অযাচিত হস্তক্ষেপ থেকে রক্ষা করার জন্য যথাযথ কর্তৃপক্ষ ‌ যেন তড়িৎ ব্যবস্থা গ্রহণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।