Image

ইউটিউব দেখে বরই চাষে সফল বরগুনা তালতলীর রাসেল মিয়া

নাইম ইসলাম, তালতলী (বরগুনা)প্রতিনিধি:

বরগুনা জেলার তালতল উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের পশ্চিম অংকুজান পাড়া গ্রামের কৃষক রাসেল মিয়া দুই বছর আগে তার বাড়ির পাশে পরিত্যক্ত প্রায় ১০০শতাংশ  জায়গায় ১০০ টি কুল বরই ও আপেল কুল বরই,বলসুন্দরী তিনটি জাতের বরই চারা রপন করেন। এ বছর তার প্রতিটি গাছে গড়ে ২৫ থেকে ৩০ কেজি করে বরই ধরেছে। তার গাছ থেকে বিক্রেতারা ৬০ টাকা কেজি ধরে বরই কিনে নিয়ে যাচ্ছে।
 
কৃষক রাসেল জানান, তার বাড়ির ঐ জায়গাটুকু পরিত্যক্ত অবস্থায় ছিল। একদিন সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইউটিউবে বিভিন্ন সফল মানুষের সফল হয়া দেখে আর ভাবে তিনি তাদের মতো কিভাবে সফল হতে পারেন। আর এই বিষয়টি তাকে খুবই উদ্ধুদ্ধ করে। বরই চাষের উদ্যোগ নিয়ে এই বাগান করেছেন। আরো বলেন, কৃষিতে সবচেয়ে লাভজনক চাষাবাদ হলো ফল বাগান করা। কিন্তু এই এলাকা তুলনামূলক নিচু হওয়ায় সেভাবে ফল বাগান করা যায় না। তবে এই ব্যাবসায়ী রাসেল মিয়ার বাড়িটি তুলনামূলক বড় হওয়ায় তিনিএই ফল বাগান করার উদ্যোগ নেন। ব্যাবসার পাশাপাশি বরই বিক্রি করে তিনি এখন ভালো অবস্থায় আছেন।

পশ্চিম অংকুজান পাড়া গ্রামের মোঃ হাসিব বলেন, অনেকদিন ধরেই শুনছি এই এলাকাতে বরইয়ের (কুল) চাষ হচ্ছে। ফলনও নাকি খুব ভালো হয়েছে। যে গাছগুলোতে ফল ধরেছে, সেই গাছগুলো নাকি অনেক ছোট। তাই আগ্রহ থেকে দেখতে চলে আসলাম। তবে আসার পর আমি অবাক হয়েছি। বরই (কুল) গাছ অনেক ছোট, কিন্তু বরইয়ের (কুল) ভারে গাছের ডাল মাটিতে নুয়ে পড়েছে। বরইগুলোও (কুল) হয়েছে বেশ বড় বড়। এর আগে এমন গাছ দেখিনি। তা ছাড়া, বরইগুলোও (কুল) খেতে খুব সুস্বাদু।

স্থানীয়রা বলেন, ছোটবেলা থেকে খুবই কর্মঠ ছিলেন। চাষাবাদের পাশাপাশি বিভিন্ন ধরনের ব্যবসা করতেন। যতদূর জানি, তিনি ইউটিউব দেখে রইয়ের বাগান করেছেন। আমার বাড়ির খুব কাছে, তাই এই বাগানের পাশ দিয়ে আমাকে যাতায়াত করতে হয়। প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে মানুষ আসে তার বাগান দেখতে। বরইর (কুল) জাত ও ফলন ভালো হওয়ায় আশা করা যায় তিনি বেশ লাভবান হবেন।

কৃষক রাসেল মিয়ার বাবা বলেন, আমার ছেলে পরিকল্পনা নিয়েছে বরই গাছ লাগাবেন আমি নিষেধ করেছি আমি এতে রাজি ছিলাম না আমি বলেছিলাম এই ছোট্ট ছোট্ট চারা দিয়ে কি হবে,চারা লাগানোর প্রথম বছরেই সুন্দর বরই হয়েছে এবং অনেক মিষ্টি এলাকার মানুষ বরই খেয়ে অনেক প্রশংসা করেন। আমার ছেলে চারা লাগিয়ে ভালো ফল পেয়েছেন এতে আয় বাণিজ্য ভালো হয় আমি এখন খুশি ।বরই চাষ সুন্দর হয়েছে ছেলে এখন অনেক বড়ো বাগান করেছেন আমার দেখে ভালো লাগছে ব্যাবসার পাশাপাশি বরই চাষ করে লাভবান হয়েছে এখন পর্যন্ত ৫০হাজার টাকার বরই বিক্রি করেছেন এখনো গাছে দের লাখ টাকা বিক্রি করা মতন বরই রয়েছে।
কৃষকের বাবা আরো বলেন ইউটিউবে ভিডিও দেখে নিজের বুদ্ধি দিয়ে এই বরই বাগান করেন সরকারের কাছ থেকে যদি কোনো ধরনের সহযোগিতা পেতো তাহলে আমার ছেলে আরো ভালো কৃষি চাষ করতে পারতো।

এ বিষয়ে তালতলী উপজেলা কৃষি কর্মকর্তা সুমন হাওলাদার বলেন, কৃষক রাসেল মিয়া একজন সফল উদ্যোক্তা। তিনি কোনো পরামর্শের জন্য কৃষি অফিসে আসেনি । তিনি প্রয়োজন মনে করলে স্থানীয় কৃষি অফিসের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে বলেও জানান এই কৃষি কর্মকর্তা।

Releated Posts

মুলার কেজি ৩ ফুলকপি ৫, মাঠে কৃষকের বোবা কান্না

চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ সবজির জন্য বিখ্যাত উপজেলা চন্দনাইশ। হঠাৎ সবজির দাম কমে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছেন সাঙ্গু চরের কৃষকরা।…

ByByFeroz Ahmedজানু ৮, ২০২৫

পাইকারী বাজারে সরবরাহ বাড়ায় আলু,পেঁয়াজের দাম কমলো

অভিযোগ বার্তা ডেস্কঃ সরবরাহ বাড়ায় রাজধানীর বাজারগুলোতে সপ্তাহ ব্যবধানে আলু ও পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। গত সপ্তাহের…

ByByFeroz Ahmedডিসে ২৮, ২০২৪

শীতের মধ্যে ভারী বৃষ্টির আভাস

আবহাওয়া ডেস্কঃ সারাদেশের তাপমাত্রা হঠাৎ করে ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে গেছে। তেঁতুলিয়া ছাড়া সারা দেশ…

ByByFeroz Ahmedডিসে ১৯, ২০২৪

দুর্গাপুরে গাছিদের ব্যাপক কর্মযজ্ঞে শীতের আগমনী বার্তা

রাজু আহমেদ, রাজশাহী : প্রভাতের শিশির ভেজা ঘাস আর ঘন কুয়াশার চাদরে ভেজা হেমন্তের শেষে শীতের আগমনের বার্তা…

ByByNews Editorনভে ২৮, ২০২৪

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Design & Developed by BD IT HOST