শেরপুর ট্রাভেলস আমিন বাজার টু দেওয়ানগঞ্জ এই রুটে জনগণের আস্হার পরিবহন। শেরপুর ট্রাভেলস প্রতিষ্ঠার পর থেকেই জামালপুর, শেরপুর,ইসলামপুর মেলান্দহ সহ জেলার সকল মানুষের নিকট অতিপরিচিত পরিবহন হিসাবে সেবা দিয়ে আসছে।
বাইপাইলের কিছু মানুষের ঐকান্তিক প্রচেষ্টার ফলস্বরূপ এই শেরপুর ট্রাভেলস যাদের উদ্যেগে আজ প্রতিষ্ঠিত করেছেন তারা হলো বিশিষ্ট শ্রমিক নেতা সাধারণ শ্রমিকের বন্ধু আমীর আলী, রফিকুল ইসলাম ও রাজু আহাম্মদের অক্লান্ত পরিশ্রমে আজ জামালপুর ও শেরপুর বাসীকে বিরতিহীন গেইটলক সার্ভিসের সেবা দিয়ে আসছে শেরপুর ট্রাভেলস।
প্রতি বছরের মতো এবারও ঈদে শেরপুর ট্রাভেলস কোন ভাড়া বৃদ্ধি না করে এই সকল জেলার লোকদের সেবা দিয়ে আসছে।
শেরপুর ট্রাভোলস এর সেবার বিষয়ে প্রশ্ন করলে উক্ত ট্রান্সপোর্টের চেয়ারম্যান আমীর আলী বলেন, ব্যাবসা নয় উন্নত যাএী সেবা দেওয়ার জন্যই আমরা প্রতিশ্রুতিবদ্ধ ।
এসময় ব্যাবস্হাপনা পরিচালক রফিকুল ইসলাম বলেন,আমরা আরও উন্নত যাএী সেবার অংশ হিসাবে শীগ্রই এই রুটে শীতাতপ নিয়ন্ত্রিত বাস সেবা আনার জোর চেস্টা করছি।
আপনারা আমাদের পাশে সবাই থাকবেন।নিরাপদ ও আনন্দদায়ক ভ্রমণের প্রথম পছন্দ শেরপুর ট্রাভেলস।