• উত্তরায় দম্পতির ওপর রামদা দিয়ে প্রকাশ্যে হামলা, ভিডিও ভাইরাল

      প্রতিনিধি ১৮ ফেব্রুয়ারি ২০২৫ , ১:৩৭:৩৩ প্রিন্ট সংস্করণ

    অভিযোগ বার্তা ডেস্কঃ

    একজন নারী ও একজন পুরুষের ওপর দুজন ধারালো অস্ত্র (রামদা) দিয়ে হামলা করেছেন। তাঁরা বাঁচার জন্য চিৎকার করছেন। এমন একটি ভিডিও গতকাল সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। পুলিশ জানায়, গতকাল রাত ৯টার দিকে রাজধানীর উত্তরার ৭ নম্বর সেক্টরের ৯ নম্বর রোডে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। তাঁরা হলেন মোবারক হোসেন (২৫) ও রবি রায় (২৭)। পুলিশের তথ্যমতে, হামলার শিকার হওয়া দুজন স্বামী-স্ত্রী।

    বেপরোয়া গতির একটি মোটরসাইকেল একটি রিকশাকে ধাক্কা দেয়। এর প্রতিবাদ করেন স্বামী-স্ত্রী। তখন তাঁদের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করেন ধাক্কা দেওয়া মোটরসাইকেলটির দুই আরোহী। তাঁরা স্থানীয় অপরাধী চক্রের সদস্য। ঘটনার বিষয়ে উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) এবি সিদ্দিক প্রথম আলোকে বলেন, বেপরোয়া গতির একটি মোটরসাইকেল একটি রিকশাকে ধাক্কা দেয়। এই ঘটনায় প্রথমে রিকশাচালক প্রতিবাদ করেন। পাশের আরেকটি বাইকে ছিলেন এই দম্পতি। তাঁরাও এর প্রতিবাদ জানান। তখন ধাক্কা দেওয়া মোটরসাইকেলের দুই আরোহী আরও কয়েকজনকে ডেকে আনেন। পরে ওই দম্পতির ওপর তাঁরা ধারালো অস্ত্র দিয়ে হামলা করেন।

    আরও খবর

    Sponsered content

    Design & Developed by BD IT HOST