অর্থনীতি

এলপি গ্যাসে ভ্যাট কমল সাড়ে ৭ শতাংশ

  প্রতিনিধি ১৪ জানুয়ারি ২০২৫ , ৬:৩৭:০৬ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এলপি গ্যাস থেকে নতুন সাড়ে ৭ শতাংশ মূল্য সংযোজন কর অব্যাহতির সিদ্ধান্তের কথা জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর। আজ সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বর্তমানে এলপি গ্যাস বাসাবাড়িতে রান্নার জ্বালানি, অটোগ্যাস স্টেশনে যানবাহনের জ্বালানি এবং বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। আর বর্তমানে গ্যাস বিতরণ কোম্পানিগুলোর সরবরাহকৃত প্রাকৃতিক গ্যাসের অপ্রতুল হওয়ার কারণে পোশাক শিল্পসহ বিভিন্ন প্রকার শিল্প কারখানায় এলপি গ্যাসের চাহিদা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে।

এতে উল্লেখ করা হয়, এলপি গ্যাসের উৎপাদন ও ব্যবহার সহজলভ্য করার লক্ষে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) মূল্য সংযোজন কর ও সম্পূলরক শুল্ক আইন অনুযায়ী উৎপাদন পর্যায়ে এলপি গ্যাসে সাড়ে ৭ শতাংশ অতিরিক্ত মূল্য সংযোজন কর অব্যাহতি দিয়েছে।

এই আদেশ ২০২৫ সালের ৯ জানুয়ারি থেকে কার্যকর হয়েছে বলে গণ্য হবে।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST