ঢাকাTuesday , 10 September 2024
আজকের সর্বশেষ সবখবর

কক্সবাজারের আলোচিত নুরুল আলম ও কালু হত্যা মামলার পালাতক আসামি মিজান আটক

moderator
September 10, 2024 9:22 pm
Link Copied!

কক্সবাজার প্রতিনিধি ওমর ফারুকঃ

কক্সবাজারের সদর থানাধীন চাঞ্চল্যকর নুরুল আলম ও কালু হত্যা মামলার দীর্ঘদিন আত্মগোপনে থাকা পলাতক আসামী মিজান (৩৭) কে কক্সবাজার সরকারি কলেজ গেট জানারঘোনা এলাকা থেকে র‌্যাব-১৫ এ আটক করেন। র‌্যাব-১৫ কক্সবাজার দায়িত্বপূর্ণ এলাকায় হত্যা, ধর্ষণ, অপহরণ, অস্ত্রধারী সন্ত্রাসী, ডাকাতি, চুরি-ছিনতাই, বিভিন্ন মামলার এজাহারভুক্ত,গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী গ্রেফতার এবং মাদকসহ সমাজে বিরাজ মান বিভিন্ন অপরাধ নির্মূলের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় কক্সবাজার সদর মডেল থানার মামলা নং-৩৬, তারিখ-১৮-১০-২০২৩, ধারা-৩০২/৩৪ পেনাল কোড মোতাবেক গ্রেফতারী পরোয়ানা ভুক্ত পলাতক আসামী মিজান’কে গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-১৫, কক্সবাজার এর গোয়েন্দা তৎপরতা চলমান থাকে। বর্ণিত গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী কক্সবাজার সদর থানাধীন কক্সবাজার সরকারি কলেজ জানারঘোনা এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনীর গ্রেফতার এড়াতে আত্মগোপনে অবস্থান করছে বলে তথ্য পায় র‌্যাব-১৫। উক্ত তথ্যের ভিত্তিতে অদ্য ১০ সেপ্টেম্বর ২০২৪ তারিখ অনুমান ২:৩০ ঘটিকার সময় র‌্যাব-১৫, ব্যাটালিয়ন সদরের একটি চৌকস আভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে হত্যা মামলার আসামী মিজান (৩৭), পিতা-খলিলুর রহমান, সাং-সমিতিপাড়া, এবিসি ঘোনা, দঃ রুমালিয়ারছড়া, থানা-সদর, জেলা-কক্সবাজার’কে গ্রেফতার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী বর্ণিত মামলার গ্রেফতারী পরোয়ানার পলাতক আসামী এবং দীর্ঘদিন ধরে আত্মগোপনে রয়েছে বলে স্বীকার করে। গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।