ঢাকাSunday , 6 August 2023

কুষ্টিয়ায় স্কুল ছাত্র হত্যার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

News Editor
August 6, 2023 9:18 pm
Link Copied!

মোঃ জিয়াউর রহমান,, কুষ্টিয়া

কুষ্টিয়ার খোকসা উপজেলার বেতবাড়ীয়া গ্রামের ষষ্ঠ শ্রেণির স্কুল ছাত্র লিংকন শেখ (১৩) কে হত্যার দায়ে জোবায়ের রহমান (৩০) নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেইসঙ্গে তাকে ১০হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়।

৬ আগস্ট, রবিবার দুপুর ২টার দিকে কুষ্টিয়া বিশেষ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আশরাফুল ইসলাম দণ্ডিত যুবকের অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার পর আদালতের বিচারক পুলিশকে পলাতক জোবায়ের রহমানকে গ্রেফতারের নির্দেশ দেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ মামলার অপর আসামি রাশেদ জামান বাবু, আতর আলী ও সজিবকে আদালত খালাস প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত আসামি জোবায়ের রহমান খোকসা উপজেলার পূর্ব বেতবাড়ীয়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে।

মামলা সূত্রে জানা যায় ২০১৩ সালের ৩১ জানুয়ারীর সন্ধ্যায় চাচাতো ভাই সহিদ শেখের বাড়িতে চার্জে রাখা মোবাইল ফোন নিয়ে আসতে গিয়ে স্কুল ছাত্র লিংকন শেখ নিখোঁজ হয়। নিখোঁজের একদিন পর খোকসা উপজেলার বেতবাড়ীয়া পূর্বপাড়া মাঠে রবীন্দ্রনাথ দাসের স্যালো মেশিন রাখা ঘরে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। স্কুল ছাত্র লিংকনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার পর মরদেহ ওই ঘরের মধ্যে ফেলে রেখে পালিয়ে যায় হত্যাকারীরা। হত্যার এ ঘটনায় নিহতের বাবা আজাদ শেখ খোকসা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

তদন্তকারী কর্মকর্তা খোকসা থানার এস আই আব্দুল খালেক ২০১৩ সালের ২ মে তদন্ত শেষ করে আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। দীর্ঘদিন ধরে মামলার সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত আজ এ রায় ঘোষণা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।