ঢাকাFriday , 30 August 2024
আজকের সর্বশেষ সবখবর

কোটচাঁদপুরে জামায়াত নেতার ছেলেকে বিষ প্রয়োগের মাধ্যমে হত্যার অভিযোগ

moderator
August 30, 2024 8:46 am
Link Copied!

জেলা প্রতিনিধিঃ ঝিনাইদহ

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মশিউর রহমানের ছেলে মাসুদুর রহমান কে খাবারে বিষ প্রয়োগ করে হত্যার অভিযোগ।

পারিবারিক সুত্রে জানা গেছে মাসুদুর রহমান গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার সফিপুরে ইবনে সিনা ফার্মাসিটিক্যালে কর্মরত ছিল। সে ব্যক্তিগত প্রয়োজনে বাইরে ফ্যাক্টরি থেকে বের হয়। বুধবার (২৮শে আগষ্ট) আনুমানিক বিকাল ৫ ঘটিকার সময় সে তার চাচাতো বোন হিরাকে কল দিয়ে জানায় আমি অসুস্থ অবস্থায় পড়ে আছি। ঘটনা স্থলে গিয়ে হিরা মাসুদকে অচেতন অবস্থায় দেখতে পান। হিরা পথচারীদের সহায়তায় স্থানীয় ক্লিনিকে নিলে কর্তব্যরত চিকিৎসক অবস্থার অবনতি দেখে গাজীপুর তাজউদ্দীন মেডিকেলে রেফার্ড করেন। তাজউদ্দীন মেডিকেল কলেজের কর্তব্যরত চিকিৎসক অবস্থার অবনতি হলে রাত আনুমানিক ১২টার সময় ঢাকা মেডিকেলে রেফার্ড করেন। ঢাকা মেডিকেলে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সরতহাল রিপোর্টে জানা যায় স্লো পয়জোনের মাধ্যমে মৃত্যু হয়েছে।

এব্যাপারে মৃত মাসুদুর রহমানের পিতা জামায়াত নেতা মাস্টার মশিউর রহমান জানান তার সন্তানকে দেহে বিষ প্রয়োগের মাধ্যমে হত্যা করেছে দূর্বৃত্তরা। তিনি হত্যার সুষ্ঠু তদন্ত করে বিচারের জোর দাবী জানান। মাসুদুর রহমানের বাড়ি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার আজমপুর গ্রামের বিশ্বাসপাড়ায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।