স্পোর্টস ডেস্কঃ
ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আবারো শৃঙ্খলাভঙ্গের কারণে চার ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের ব্যাটার তৌহিদ হৃদয়। গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে সর্বশেষ ম্যাচে আউট হওয়ার পর আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেন হৃদয়। তাঁর এমন আচরণ ডিপিএলের কোড অব কন্ডাক্টের ২.৮ ধারা অনুযায়ী লেভেল ১ অপরাধ হিসেবে গণ্য হয়। এজন্য তাঁকে ১০ হাজার টাকা জরিমানা ও এক ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে।
এর আগেই হৃদয়ের নামের পাশে সাতটি ডিমেরিট পয়েন্ট ছিল। সর্বশেষ ঘটনাটির পর তাঁর ডিমেরিট পয়েন্ট দাঁড়ায় আটে, যা নিয়ম অনুযায়ী সরাসরি চার ম্যাচের নিষেধাজ্ঞার জন্য যথেষ্ট। সেন্ট্রাল জোন ক্রিকেট কমিটি (সিসিডিএম) মোহামেডান স্পোর্টিং ক্লাবকে আনুষ্ঠানিকভাবে হৃদয়ের নিষেধাজ্ঞার কথা জানিয়েছে। ফলে আসন্ন গুরুত্বপূর্ণ ম্যাচ, মোহামেডান-আবাহনী “আনঅফিসিয়াল ফাইনাল”-এ খেলতে পারবেন না তিনি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিবৃতিতে জানায়, ম্যাচের অনফিল্ড আম্পায়ার মনিরুজ্জামান টিনকু ও আলী আরমান রাজন, থার্ড আম্পায়ার মোহাম্মদ কামরুজ্জামান এবং ফোর্থ অফিসিয়াল এ টি এম ইকরাম হৃদয়ের বিরুদ্ধে অভিযোগ আনেন। যদিও হৃদয় অভিযোগ অস্বীকার করে শুনানির জন্য আবেদন করেন, তবে নির্ধারিত সময়ে হাজির না হওয়ায় ম্যাচ রেফারি আখতার আহমাদ তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেন।
তৌহিদ হৃদয়ের শৃঙ্খলাজনিত সমস্যার ইতিহাস আগে থেকেই বিতর্কিত। আবাহনীর বিপক্ষে ১২ এপ্রিলের উত্তপ্ত ম্যাচে অশালীন ভাষা ব্যবহারের জন্যও তাঁকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছিল। যদিও পরে বিসিবি তাঁর নিষেধাজ্ঞা এক ম্যাচে কমিয়ে দেয়, যা নিয়েও কম বিতর্ক হয়নি। পরে আবার সিদ্ধান্ত বদল করে আগের দুই ম্যাচের নিষেধাজ্ঞা পুনরায় কার্যকর করা হয়, যা পরবর্তী ডিপিএল মৌসুমের প্রথম ম্যাচে কার্যকর হবে।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST