প্রতিনিধি ১২ জানুয়ারি ২০২৫ , ৫:৪৫:০২ প্রিন্ট সংস্করণ
খুলনা ব্যুরোঃ
খুলনায় ছাত্র-জনতার আন্দোলন চলাকালে হামলার ঘটনায় দায়ের করা মামলায় জেলা আইনজীবী সমিতির আট সদস্যকে কারাগারে পাঠিয়েছেন আদালত। তারা যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও আওয়ামী আইনজীবী পরিষদের বিভিন্ন পদে ছিলেন। আজ রোববার খুলনা মহানগর দায়রা জজ মো. শরীফ হোসেন হায়দার তাদের জামির নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কারাগারে যাওয়া আইনজীবীরা হলেন- খুলনা মহানগর যুবলীগের সাবেক সদস্য আল আমিন উকিল, স্বেচ্ছাসেবক লীগ নেতা তমাল কান্তি ঘোষ, আবদুল কুদ্দুস, সোহেল পারভেজ, সুমন্ত কুমার বিশ্বাস, সাবেক ছাত্রলীগ নেতা শেখ শামীম আহমেদ পলাশ, সাইদুর রহমান টুটুল ও মো. মেহেদী হাসান।
বাদী পক্ষের আইনজীবী ও খুলনা জেলা আইনজীবী সমিতির সদস্য সচিব অ্যাডভোকেট নুরুল হাসান রুবা জানান, গত ২১ সেপ্টেম্বর খুলনা জেলা আইনজীবী সমিতির সদস্য এমাম হোসেন বাদী হয়ে জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও খুলনা সদর থানা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলামসহ ২৮ জনের নাম উল্লেখ করে খুলনা সদর মামলা দায়ের করেন। আসামিদের মধ্যে ২৩ জন ৩ ডিসেম্বর উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের জামিন নেন। উচ্চ আদালতের নির্দেশেই তারা রোববার খুলনা মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।
মামলার আসামিদের মধ্যে জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মো. সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক তারিক মাহমুদ তারা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুজিত কুমার অধিকারী, আনিসুর রহমান পপলু ও জেসমিন পারভীন জলি পলাতক।
Design & Developed by BD IT HOST