• Home
  • অপরাধ
  • গোয়াইনঘাটে সন্ত্রাসী হামলার শিকার দুই সাংবাদিক,বিএমএসএস’র নিন্দা
Image

গোয়াইনঘাটে সন্ত্রাসী হামলার শিকার দুই সাংবাদিক,বিএমএসএস’র নিন্দা

আল আমিন গোয়াইনঘাট থেকে:
 সিলেটের গোয়াইনঘাটে সংবাদ সংগ্রহ করে ফেরার পথে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক। তারা হলেন, দৈনিক মানবকণ্ঠ পত্রিকার গোয়াইনঘাট উপজেলা প্রতিনিধি মো.আজিজুর রহমান ও দৈনিক জৈন্তাবার্তা পত্রিকার গোয়াইনঘাট প্রতিনিধি সৈয়দ হেলাল আহমেদ বাদশা। এ বিষয়ে ভুক্তভোগী মো. আজিজুর রহমান বাদী হয়ে গোয়াইনঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। No description available.অভিযুক্তরা হলেন, উপজেলার রুস্তমপুর ইউনিয়নের বিছনাকান্দি গ্রামের মৃত নাজির উদ্দিনের ছেলে শাহাব উদ্দিন (শাবই মেম্বার), ইসলাম উদ্দিন, নুর উদ্দিন,ইসলাম উদ্দিনের ছেলে সুহেব উদ্দিন, নুর উদ্দিনের ছেলে নাজমুল ইসলাম ও কামরুল ইসলাম সহ আরো অজ্ঞাত নামা ২/৩ জন। শনিবার (২৭ মে) দুপুর আড়াইটার দিকে উপজেলার বিছনাকান্দি গ্রামের গুচরের পাশে সরকারি কাঁচা রাস্তায় এ ঘটনা ঘটে। এজাহার সূত্রে জানা যায়, উপজেলার রুস্তমপুর ইউনিয়নের কুলুমছড়ার পার (বাদেপাশা) গ্রামের তৃতীয় শ্রেণীর ছাত্রী ধর্ষণ মামলার সংবাদ সংগ্রহ শেষে সাংবাদিক আজিজুর রহমান ও স্থানীয় দৈনিক জৈন্তাবার্তা স্টাফ রিপোর্টার সৈয়দ হেলাল আহমদ বাদশা বাড়ী ফেরার পথে মটরসাইকেল যুগে উক্ত স্থানে আসা মাত্রই পথরোধ করে এলোপাথারীভাবে কিল-ঘুষি ও লাঠি দিয়ে পিটাতে থাকে এবং মটরসাইকেল ভাংচুর করে এতে ৬৫০০০ (পয়ষষ্ট্রি) হাজার টাকার ক্ষতি হয়। সৈয়দ হেলাল আহমেদ বাদশার কাছে থাকা মোবাইল ফোন নিয়ে ভেঙ্গে ফেলে। ভুক্তভোগী সাংবাদিক আজিজুর রহমান বলেন, আমি ও আমার সহকর্মী সৈয়দ হেলাল আহমদ সাবই মেম্বারের বাড়ির সামনে রাস্তায় মটরসাইকেল যুগে আসতে দেখে সন্ত্রাসীরা গতিরোধ করে আকস্মিক ভাবে। শাহাব উদ্দিন সাবই ও তার ভাই ভাতিজা আমাকে সরকারি কাঁচা রাস্তায় অতর্কিত ভাবে এলোপাথাড়ি কিল-ঘুষি মারতে থাকে এবং বলে “এই শালা তোরা কতবড় সাংবাদিক হয়েছিস মজা বুঝিয়ে দেবো।” আজিজ বলেন, আমার ডিসকভারী মটরসাইকেল ভাংচুর করে (৬৫০০০ পয়ষট্রি)হাজার টাকা ক্ষতি করে। আমার ডাক-চিৎকারে অনেকে এগিয়ে এসে আমি ও আমার সহকর্মীকে রক্ষা করে। আমরা ঘটনাস্থল ত্যাগ করার কিছুক্ষণ পর সাহাব উদ্দিন শাবই সহকর্মী হেলাল আহমদ বাদশার মোবাইল নং ০১৭৭৬১৪৬০৬০ ফোন দিয়ে শাহাব উদ্দিন সাবই ০১৯১৯৯৭২৫৬২ নং ফোন থেকে বলে “তোরা কই, তোদের জানে মেরে ফেলবো” বলে ভয়-ভীতি ও হুমকি দেয়। অতর্কিত সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক আজিজুর রহমান আহত হয়ে গোয়াইনঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসা গ্রহণ করেন বলে জানান। এলাকাবাসী সূত্রে জানা গেছে, সাবই মেম্বার চোরাচালান সহ নানা অসামাজিক কাজে জড়িত রয়েছে। ন্যাক্কারজনক এ ঘটনার নিন্দা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে সকল শ্রেণী-পেশার মানুষ প্রতিবাদের ঝড় তুলেছেন। সাংবাদিকদের উপর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আসিফুর রহমান, মহাসচিব সুমন সরদার এবং দৈনিক অভিযোগ বার্তার সম্পাদক ও মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব এস এম ফিরোজ আহাম্মদ সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এসময় মফস্বল সাংবাদিক সোসাইটির চেয়ারম্যান বলেন অবিলম্বে দোষীদের গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হউক। এ বিষয়ে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম নজরুল ইসলাম বলেন, সাংবাদিক আজিজুর রহমান একটি এজাহার দায়ের করেছেন। এ বিষয়ে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Releated Posts

বিএনপি নেতার বাড়িতে মিললো বিপুল ইয়াবা, স্ত্রী-ছেলে আটক

জেলা প্রতিনিধিঃ বিএনপি নেতার বাড়িতে মিললো বিপুল ইয়াবা, স্ত্রী-ছেলে আটক কুষ্টিয়ার দৌলতপুরে মরিচা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক লিয়াকত…

ByByFeroz Ahmedজানু ১৯, ২০২৫

স্ত্রীকে গলা কেটে হত্যা দ্বিতীয় বিয়ের অনুমতি না দেওয়ায়

মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের ঘিওর উপজেলার রাথুরা গ্রামে চারদিন আগে এক নারীকে জবাই করে হত্যার ঘটনার রহস্য উন্মোচন করেছে…

ByByFeroz Ahmedজানু ১৮, ২০২৫

বদরগঞ্জে ৬০ ইটভাটা গিলে খাচ্ছে কৃষি জমি

বদরগঞ্জ প্রতিনিধিঃ রংপুরের বদরগঞ্জ উপজেলায় অবৈধভাবে পরিচালিত ইটভাটাগুলো কৃষিজমি ও পরিবেশের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে। সম্প্রতি, পরিবেশ…

ByByFeroz Ahmedজানু ১৮, ২০২৫

মেলান্দহে শিহাটা গ্রামে গভীর রাতে বাড়ি ঘর ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত 

জামালপুর থেকে রমজান আলীঃ জামালপুরের মেলান্দহ উপজেলার চরবানী  পাকুরিয়া ইউনিয়নের শিহাটা গ্রামে মৃত জাহাঙ্গীর আলমের পুত্র মোঃ আসাদুজ্জামানের…

ByByFeroz Ahmedজানু ১৬, ২০২৫

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Design & Developed by BD IT HOST