প্রতিনিধি ৬ এপ্রিল ২০২৩ , ৩:১৬:৩৩ প্রিন্ট সংস্করণ
প্রতিনিধি জামালপুর : জামালপুরের দেওয়ানগঞ্জে ট্রেনে কাটা পড়ে ৩৫ বছর বয়সি অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে।
বুধবার রাত পৌনে ৮টায় দেওয়ানগঞ্জ পৌর শহরের কাঠ বাগান এলাকায় দূর্ঘটনা ঘটেছে।
রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই নারীর মৃতদেহ উদ্ধার করেছে।
দেওয়াগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ হোসেন আলী জানান, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী লোকাল ট্রেনটি কাঠ বাগান এলাকা অতিক্রমের সময় ওই নারী রেল লাইন পারাপারের সময় ট্রেনে কাটা পড়ে মারা যায়। নিহতে নাম পরিচয় জানা যায়নি। রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত নারীর মৃতদেহ উদ্ধার করেছে।
জামালপুর রেলওয়ে থানার ওসি গুলজার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Design & Developed by BD IT HOST