জাতীয়

জামালপুরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহিদ মিনারে মানুষের ঢল-

  প্রতিনিধি ২২ ফেব্রুয়ারি ২০২৩ , ১২:৩১:৪৪ প্রিন্ট সংস্করণ

মোঃ খোরশেদ আলম, ময়মনসিংহ বিভাগীয় স্টাফ রিপোর্টার। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে জামালপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষের ঢল নামে। একুশের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে জামালপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী আলহাজ্ব মির্জা আজম এমপি , সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোঃ মোজাফফর হোসেন, জামালপুর জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শ্রাবস্তী রায়। জামালপুর জেলার পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বাবু বিজন কুমার চন্দ, জামালপুর পৌরসভার মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামী লীগ,পৌর আওয়ামী লীগ, সদর উপজেলা আওয়ামী লীগ, জামালপুর প্রেসক্লাব, সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযোদ্ধা’৭১, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ও পেশাজীবি সংগঠন এর নেতাকর্মীরা। পরে জেলা প্রশাসন,মুক্তিযোদ্ধা, পুলিশ বিভাগ, জেলা পরিষদ, জেলা আওয়ামী লীগ,সদর উপজেলা পরিষদ,জামালপুর পৌরসভা,জামালপুর জেলা শিল্পকলা একাডেমী, সেক্টর কমান্ডারস ফোরাম- মুক্তিযুদ্ধ ‘৭১, জামালপুর প্রেসক্লাব সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে শহিদ বেদীতে নারী, পুরুষ ও শিশুর ঢল নামে জামালপুরে নবনির্মিত শেখ হাসিনা সাংস্কৃতিক পল্লীতে।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST