প্রতিনিধি ১২ জুলাই ২০২৪ , ১২:৩৫:১৩ প্রিন্ট সংস্করণ
ঝিনাইদহে কোটচাঁদপুরে বিল দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ৭ জন আহত হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ভাটামতলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- বিদ্যাধরপুর গ্রামের আব্দুল আলীর ছেলে আসাদুল ইসলাম, আলী বক্সের ছেলে আব্দুর রাজ্জাক, আবুল কাশেমের ছেলে মফিজুর রহমান, লালচাঁদ মণ্ডলের ছেলে ইয়ারুল ইসলাম,
সাদ্দাম হোসেন ও খাইরুল ইসলাম, জামাত আলী ছেলে সুন্নত আলী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যাধরপুর এলাকার তালতলা বিল দখলকে কেন্দ্র করে স্থানীয় ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম নজু ও আসাদুল ইসলামের মধ্যে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার বিকেলে ভাটামতলা বাজারে নজরুল ইসলাম নজু ও আসাদুল ইসলামের লোকজনের মধ্যে বাক-বিতণ্ডা হয়। পরে উভয় গ্রুপ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সহিংসতায় জড়িয়ে পড়ে। এতে অন্তত ৭ জন আহত হয়। আহতদের কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও যশোর হাসপাতালে নেওয়া হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোটচাঁদপুর মডেল থানার ওসি সৈয়দ আল মামুন প্রতিবেদক কে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ওই এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
Design & Developed by BD IT HOST