মোঃ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধি ;
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঈীতে ২৭ জানুয়ারি শুক্রবার বিকাল ৪ টায় সময় উপজেলা বিএনপি কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) বালিয়াডাঙ্গী উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সভাপতি এ্যাড. সৈয়দ আলম এর সভাপতিত্বে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা নুর করিম, বিশেষ অতিথি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জাফরুল্লাহ্, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ড. টি. এম মাহবুবর রহমান।
ঠাকুরগাঁও জেলা জাসাস এর সভাপতি আনোয়ারুল ইসলাম বেলাল গঠন মুলক বক্তব্য প্রদানের মধ্য দিয়ে বালিয়াডাঙ্গী উপজেলা জাসাস এর কমিটি ঘোষণা করেন-সভাপতি- মো. হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক লাকি সুলতানা ও সাংগঠনিক সম্পাদক মো. মতিউর রহমান সহ ৩১ সদস্য বিশিষ্ট। এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আইয়ুব আলী খান, সহ-সাংগঠনিক সম্পাদক মামুন আক্তার সবুর, দপ্তর সম্পাদক মকবুল হোসেন, বড়বাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জুলফিকার আলী জিল্লুর, শ্রমিক দলের সভাপতি দবিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, যুবদলেন সভাপতি আব্দুল কাদের, স্বেচ্ছাসেবক দলের সভাপতি জুলফিকার আলী শাহ্, ছাত্রদলের সদস্য সচিব আবু সাঈদ প্রমুখ।
সম্মেলনে আরো উপস্থিত ছিলেন উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক হাফেজ মাও. হাসান আলী, তাঁতী দলের সাংগঠনিক সম্পাদক সাদেকুল ইসলাম, মৎসজীবী দলরে নেতা ফারুক হোসেন সহ জাসাস এর নবাগত কমিটির সদস্যবৃন্দ ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ