অন্যান্য

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট

  প্রতিনিধি ২৮ আগস্ট ২০২৪ , ২:০৫:৩২ প্রিন্ট সংস্করণ

সোনারগাঁও থেকেঃআরিফ হোসেন

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-3746755345041950" crossorigin="anonymous"></script> <!-- Horizontal 2 --> <ins class="adsbygoogle" style="display:block" data-ad-client="ca-pub-3746755345041950" data-ad-slot="9531539306" data-ad-format="auto" data-full-width-responsive="true"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>

দীর্ঘ সময় যানজটে আটকে থেকে দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের আজ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২৭ কিলোমিটারের দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে।মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মদনপুর থেকে কুমিল্লার দাউদকান্দি টোল প্লাজা পর্যন্ত দীর্ঘ ২৭ কিলোমিটার যানজটে আটকে থেকে দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রীরা।গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে,ভোরে মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মদনপুর এলাকায় সড়ক দুর্ঘটনা এবং গজারিয়া অংশে একাধিক গাড়ি বিকল হওয়ার কারণে যানজট সৃষ্টি হয়। মহাসড়কে যানবাহনের অত্যধিক চাপ থাকায় স্বল্প সময়ের ভেতরে প্রায় ২৭ কিলোমিটার অংশজুড়ে যানজট ছড়িয়ে পড়ে।

এদিকে, দীর্ঘ সময় যানজটে আটকে থেকে দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের।বাস যাত্রী বাবুল হোসেন বলেন, কী কারণে যানজট, তা বলতে পারছি না। সকালে ৭টায় কুমিল্লা থেকে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে বাসে উঠি। দাউদকান্দি ব্রিজ থেকে যানজট পেয়েছি। দেড় ঘণ্টায় মনে হয় ৬/৭ কিলোমিটার আসতে পেরেছি।পিকআপ ভ্যান চালক মফিজুল বলেন,মহাসড়কে যানবাহনের অনেক চাপ। কিছু চালক ট্রাফিক আইন না মেনে উল্টা পথে গাড়ি নিয়ে সামনে আগাতে চাওয়ায় যানজট কমানো যাচ্ছে না।

এ বিষয়ে গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হুমায়ুন কবির বলেন, “বন্যা কবলিত এলাকায় ত্রাণ বিতরণ শেষে প্রচুর মানুষ গাড়ি নিয়ে ঢাকা ফিরছেন। যানবাহনের অত্যাধিক চাপে যানজট সৃষ্টি হয়েছে। কুমিল্লাগামী লেনে যান চলাচল স্বাভাবিক থাকলেও ঢাকাগামী লেনে যানজট রয়েছে। যান চলাচল স্বাভাবিক রাখতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST