• Home
  • গনমাধ্যাম
  • দুর্গাপুরে বিএনপির অফিস উদ্বোধনের সংবাদ সংগ্রহে সাংবাদিকের উপর হামলা, বিএমএসএস’র নিন্দা
Image

দুর্গাপুরে বিএনপির অফিস উদ্বোধনের সংবাদ সংগ্রহে সাংবাদিকের উপর হামলা, বিএমএসএস’র নিন্দা

নিউজ ডেস্কঃ
রাজশাহীর দুর্গাপুরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে এক সাংবাদিক হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

জানা গেছে, স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে । এ প্রতিবেদন লেখা পর্যন্ত তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। ভুক্তভোগী ওই সাংবাদিকের নাম রাজু আহমেদ। তিনি দৈনিক কালবেলা ও অভিযোগ বার্তা পত্রিকার প্রতিনিধি।

সোমবার (২১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার দাওকান্দি বাজারে এ ঘটনা ঘঠে। বিষয়টি নিশ্চিত করেছেন তার বড় ভাই ।

এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি’র চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান এবং দৈনিক অভিযোগ বার্তা’র সম্পাদক ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি’র কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের ভাইস চেয়ারম্যান এস এম ফিরোজ আহাম্মদ সহ দুর্গাপুর প্রেসক্লাব ও সাংবাদিক সমাজ এর নেতৃবৃন্দ তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন  সেই সাথে দোষীদের আইনের আওতায় আনার জন্য দাবী জানিয়েছেন। 

এসময় সাংবাদিক নেতারা বলছেন, সাংবাদিকদের ওপর হামলা, মোবাইল ছিনিয়ে নিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত এবং সংবাদ সংগ্রহে বাধা দান স্বাধীন সাংবাদিকতার ওপর আঘাত। পেশাগত দায়িত্ব পালনে এমন সন্ত্রাসী হামলায় উদ্বিগ্ন তারা। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি তাদের।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার দাওকান্দি বাজারে ইউনিয়ন বিএনপির উদ্যোগে আঞ্চলিক বিএনপির অফিস উদ্বোধন করা হবে এবং সেখানে দু’পক্ষের সংঘর্ষের আসংখা রয়েছে। এমন সংবাদের ভিত্তিতে সাংবাদিক রাজু আহমেদ ও ঘটনার বক্তব্য মোবাইলের ক্যামেরায় ধারণ করছিলেন। এ সময় স্থানীয় সাবেক ইউপি সদস্য খায়রুল ইসলাম এর নেতৃত্বে ১০-১৫ জন দুর্বৃত্ত অকথ্য ভাষায় গালাগালি করে মোবাইল ছিনিয়ে নিয়ে নেয় ও শারিরীকভাবে লাঞ্ছিত করে ও রাজু আহমেদ’কে এলোপাতাড়ি মারধোর করে।

হামলার শিকার সাংবাদিক রাজু আহমেদ জানান, বিএনপির দু’পক্ষের সংঘর্ষের খবর পেয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে খায়রুল মেম্বারের অনুসারীরা আমার উপর অর্তকিত হামলা চালায়। বিষয়টি নিয়ে থানায় লিখিত অভিযোগ দেবেন বলে জানান তিনি।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হুদা বলেন, বিষয়টি আমার জানা নেই তবে এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Releated Posts

ফ্যাসিস্টের দোসরে অভিযুক্ত পটিয়া প্রেসক্লাবের নির্বাচন স্থগিত

পটিয়া ( চট্টগ্রাম) প্রতিনিধি প্রেস বিজ্ঞপ্তিঃ বিগত ফ্যাসিস্ট সরকারের দোসর বেষ্ঠিত পটিয়া প্রেসক্লাবের নির্বাচন অবশেষে স্থগিত করা হয়েছে।…

ByByFeroz Ahmedডিসে ১৩, ২০২৪

অনলাইন এডিটরস অ্যালায়েন্সের সভাপতি হাসান শরীফ, সাধারণ সম্পাদক সোহেল

অভিযোগ বার্তা ডেস্কঃ দেশের শীর্ষ অনলাইন ও ডিজিটাল প্ল্যাটফর্মের ইনচার্জ ও এডিটরদের নিয়ে যাত্রা শুরু করেছে ‘অনলাইন এডিটরস…

ByByFeroz Ahmedডিসে ১৩, ২০২৪

গ্রীন চার্টার্ড স্কুল এন্ড কলেজের সাথে সাংবাদিকদের মতবিনিময়

এম হেলাল উদ্দিন নিরব,চন্দনাইশ, চট্টগ্রামঃ চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌর হাজারীর দীঘির উত্তর পাশে আন্তর্জাতিক মানের নব প্রতিষ্ঠিত গ্রীন…

ByByFeroz Ahmedডিসে ৭, ২০২৪

পাবনা প্রেস ক্লাবের সভাপতি আখতার, সম্পাদক জহুরুল

নিজের প্রতিনিধিঃ পাবনা প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে আখতারুজ্জামান আখতার (যুগান্তর, চ্যানেল আই) সভাপতি এবং জহুরুল ইসলাম ( দৈনিক…

ByByFeroz Ahmedডিসে ৬, ২০২৪

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Design & Developed by BD IT HOST