রাজশাহী ব্যুরো, রাজশাহীর দুর্গাপুর থানা পুলিশের অভিযানে হত্যাচেষ্টা ও নাশকতা মামলার আসামিসহ ৮ জনকে আটক করা হয়েছে ।
মঙ্গলবার (২৬ নভেম্বর) দিনগত রাতে থানা পুলিশের অভিযানে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো, হত্যাচেষ্টা ও নাশকতার মামলায় দুর্গাপুর পৌরসভার ৭নং ওয়ার্ড আ.লীগের সভাপতি চুনিয়া পাড়া গ্রামের আমজাদ হোসেন (৫৫) ও তার ছেলে যুবলীগ নেতা মাইনুর রহমান রতন (৩২), উপজেলার কিশোরপুর গ্রামের মকলেছুর রহমান (৪৫), ভাঙ্গীরপাড়া গ্রামের আব্দুল আলিম (৩৬), গোপালপাড়া গ্রামের জাহিদুল করিম (৪২), সিআর মামলার পরোয়ানাভুক্ত আসামি সাঁকোয়া গ্রামের এনামুল হক (৩৮), নান্দি গ্রামের ইসরাফিল হোসেন (৪৫), ও জিআর মামলার আসামি ইসবপুর এলাকার মিজানুর রহমান মিনু (৩৫)।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদা বলেন, থানা পুলিশের অভিযানে হত্যা চেষ্টা ও নাশকতা মামলা আসামিসহ ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে হত্যা চেষ্টা ও নাশকতা মামলায় ৫ জন, সিআর মামলায় ২ জন ও জিআর মামলায় ১ জনকে আটক করা হয়। আটককৃতদের বুধবার দুপুরে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।