ঢাকাSaturday , 4 November 2023

দোয়ারাবাজারে৫২তম সমবায় দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

News Editor
November 4, 2023 6:24 pm
Link Copied!

ইয়াছিন আলী খান, সুনামগঞ্জ প্রতিনিধিঃ ”সমবায়ে গড়ব দেশ,স্মার্ট হবে বাংলাদেশ,বঙ্গবুন্ধ দর্শন সমবায়ে উন্নয়ন” এই প্রতিপাদ্য নিয়ে সুনামগঞ্জে দোয়ারাবাজার উপজেলা ৫২তম সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় সুনামগগঞ্জ জেলা দোয়ারাবাজার উপজেলার প্রশাসন ও সমবায অফিসের যৌথ আয়োজনে উপজেলা অডিটরিয়াম মিলনায়নে উপজেলা নির্বাহী অফিসার নিগার সুলতানার নেতৃত্বে থেকে বর্ণাঢ্য র‌্যালীটি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে অডিটরিয়াম মিলনায়নে গিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দোয়ারাবাজার সমবায় অফিসার মো.মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে ও রিংকু কুমার দেবের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দোয়ারা বাজার উপজেলার নির্বাহী অফিসার নেহের নিগার তনু সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মোছাঃ সালেহা বেগম মিনা , মহিলা ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ দোয়ারাবাজার, মোহাম্মদ সোমরাজ মিয়া এস আই দোয়ারাবাজার থানা সফিকুল ইসলাম দোয়ারা বাজার ইউ সি সি সি সি সি এ লিমিটেড, সাব্বির আহমদ সভাপতি চিলাই নদী উঃ পানি ব্যবস্হাপনা সমবায় সমিতি আব্দুল মোতালেব , আলী হায়দার, নুরুল ইসলাম, নুর উদ্দিন ও প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে রাখেন উপজেলা নির্বাহী অফিসার নেহের নিগার তনু বলেছেন,জাতির পিতা বঙ্গবন্ধুর ডাকে ১৯৭১ সালে দেশ স্বাধীন হওয়ার সাথে সাথে সমবায় সমিতি গঠনের উদ্যোগ গ্রহন করেন। এই সমবায় সমিতির মাধ্যমে দেশের একেবারেই তৃণমূলের মানুষজন সমবায় সমিতি গঠন করে বিশেষ করে নারী সমাজ তারা দারিদ্র বিমোনচনের মাধ্যমে আজ অধিকাংশ মানুষজন পরিবারে আর্থিক স্বচ্ছলতা ফিরিয়ে আনতে সক্ষম হয়েছেন। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার তৃণমূলের মানুষদেও ভাগ্যে পরিবর্তনে নানামুখী উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহন করায় প্রতিটি পরিবারের মানুষজন শিক্ষা,স্বাস্থ্য,বাসস্থান ও চিকিৎসা সেবাসহ সরকারের সকল সুযোগ সুবিধা গ্রহন করছেন বলে তিনি জানান। তিনি বলেন এই সমবায় সমিতি থেকে একেবারেই স্বপ্লসুদে ঋণ গ্রহন করে নিজের বাড়ির আঙ্গিনায় সবজি চাষ,পুকুরে মাছ চাষসহ নানান কর্মকান্ডে অংশগ্রহন করলে স্বাবলম্বী হওয়া সম্ভব। তবে সুনামগঞ্জে গুটি কয়েকজন ধনী ব্যাক্তিরা দাদন ব্যবসার জাথে জড়িত। তারা এই জেলার সহজ সরল মানুষদের নিকট চড়াসুদে দাদন ব্যবসার টাকা দিয়ে ইতিমধ্যে অনেক পরিবারের সহায় সম্পত্তি দখল করে তাদের পথে বসিয়ে ঘরছাড়া করেছেন। তিনি ঐ সমস্ত দাদন ব্যবসায়ীদের বয়কট করতে সবার প্রতি আহবান জানান। পরিশেষে জেলা পর্যায়ে সমবায় সমিতির কার্যক্রমে বিশেষ অবদানের জন্য তিনটি সমিতিসহ আরো কয়েকজনকে সম্মাননা ক্রেষ্ট ও সদনপত্র তুলে দেন অতিথিবৃন্দরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।