ঢাকাSunday , 11 August 2024

দৌলতখানে রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে মতবিনিময় সভা করেছে প্রশাসন

moderator
August 11, 2024 8:37 pm
Link Copied!

 

জামাল খান জেলা প্রতিনিধিঃ

ভোলার দৌলতখানে রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে মতবিনিময় সভা ও আলোচনা করেছে উপজেলা প্রশাসন। রবিবার (১১ আগষ্ট) সকাল সাড়ে দশটার সময় উপজেলা হলরুমে নির্বাহী কর্মকর্তা পাঠান মোঃ সাইদুজ্জামানের সভাপতিত্বে এ মতবিনিময় সভা ও আলোচনা করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ নৌবাহিনীর লেফটেন্যান্ট সারজিল, দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সত্য রঞ্জন খাসকেল, সহকারী কমিশনার (ভূমি) মুন্নি ইসলাম সহ উপকূল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ফরাজী জয়নাল আবেদীন, দৌলতখান রিপোটার্স ইউনিটের সভাপতি কাজী জামাল, সাংবাদিক জামাল, রায়হান, রিয়াজ। এছাড়াও বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফারুক হোসেন তালুকদার, বিএনপি নেতা ফখরুল আলম টপি, মশিউর রহমান লিটন, মোঃ আনোয়ার হোসেন (কাকন), জাকির হোসেন (বাবুল), বাংলাদেশ জামায়াতে ইসলামীর দৌলতখান থানার সভাপতি হাসান তারেক, ইসলামী আন্দোলন বাংলাদেশের দৌলতখান থানার সভাপতি মাওঃ আবু সাঈদ আব্বাসী, মাওঃ রহমাতুল্লাহ, হেফাজতে ইসলাম বাংলাদেশ দৌলতখান থানার সভাপতি মাওঃ আরিফ সাহেব, মাওঃ সামসুদ্দিন সাহেব সহ অন্যান্য নেতৃবৃন্দ ।
এ সময়ে বক্তারা বর্তমান প্রেক্ষাপটে এবং সামাজিক দায়বদ্ধতা নিয়ে কি ভাবে একটি সুশৃঙ্খল সমাজ ও সংস্কৃতি প্রতিষ্ঠিত করা যায় এবিষয়ে আলোচনা করেন। এই জায়গায় যাতে বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেদিকে প্রশাসনকে সজাগ থাকতে বলেন। এসময় ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের বক্তব্য তুলে ধরে বলেন, ইদানিংকালে দেশের স্বাভাবিক পরিবেশ পরিস্থিতি বিনষ্ট করার লক্ষ্যে বিএনপির নাম ভাঙ্গিয়ে কিছু দুষ্কৃতিকারি লুটপাট, জমি দখল, চাঁদাবাজী, সংখ্যালঘুদের উপর হামলা ও বিভিন্ন অপরাধ মূলক কাজ চালিয়ে যাচ্ছে। বিএনপিতে তাদের কোন স্থান নেই। এমতবস্থা দলের সবাইকে সোচ্চার হয়ে তাদের বিরুদ্ধে অভিযোগ দিয়ে আইনের আওতায় তুলে ধরার নির্দেশ দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।