জামাল খান জেলা প্রতিনিধি
দৌলতখান-বোরহানউদ্দিন উপজেলার ধর্ম, বর্ন ও দল-মত নির্বিশেষে সকল বিএনপির দলীয় নেতা-কর্মীকে ধৈর্য্য ধরার আহবান জানিয়েছেন ভোলা -২ আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম । তিনি মানুষের জান-মালের নিরাপত্তা এবং দেশের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান ।বিএনপি’র নেতা-কর্মীদেরকে মোবাইল ফোনের মাধ্যমে দিক নির্দেশনা প্রদান করেন।সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহিম।তিনি আরো বলেন, বাংলাদেশের ছাত্র জনতার ঐক্যবদ্ধ অসহযোগ আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচার হাসিনা সরকারের পতনের মাধ্যমে দেশের সাধারন জনগণের মুক্তি মিলেছে। হাফিজ ইব্রাহিম বলেন,এই বিজয় এদেশের ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জীত বিজয়।তিনি আরো বলেন,বিএনপির চেয়ারপারর্সন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির মধ্য দিয়ে বাংলাদেশের ১৭ কোটি জনতা চুড়ান্ত বিজয়ের অপেক্ষায় আছি এবং দেশ নায়ক তারেক রহমানকে স্বদেশে প্রত্যাবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশের পুর্ব দিগন্তে নতুন সূর্য উদয় হবে বলে বিএনপি’র নেতা-কর্মীদেরকে এবং দেশবাসীকে ধৈর্য্য ধারণ করতে বলেন।