প্রতিনিধি ১ আগস্ট ২০২৩ , ২:৩৩:০৪ প্রিন্ট সংস্করণ
বঙ্গবন্ধুকন্যা, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আস্থাভাজন এবং ময়মনসিংহ জেলার উত্তর জনপদ তথা ময়মনসিংহ-১ সংসদীয় আসন, অর্থাৎ হালুয়াঘাট-ধোবাউড়া উপজেলাবাসীর আশা-ভরসার প্রতীক হয়ে উঠা প্রিয় নেতা জনাব নিঃশেষ দ্রং ২৮শে ও ২৯শে জুলাই, ২০২৩, শুক্র ও শনিবার হালুয়াঘাট এবং ধোবাউড়া উপজেলার বিভিন্ন পর্যায়ের জনগণের সাথে গণসংযোগ করেন। ২৮শে জুলাই শুক্রবার তিনি হালুয়াঘাট উপজেলার ২নং জুগলী ইউনয়নের ১নং ওয়ার্ডের ঘোষবেড় গ্রামে এক পথসভায় স্থানীয় জনসাধারণের সাথে মতবিনিময় করেন। এই মতবিনিময় সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ আবাল-বৃদ্ধ-বণিতা সহ আপামর জনগণ স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেন। এই মতবিনিময় সভায় অনেকেই এসেছিলেন জনাব নিঃশেষ দ্রংকে এক নজর দেখার জন্য, তাঁর বক্তব্য শোনার জন্য। স্থানীয় আওয়ামী নেতৃবৃন্দের আয়োজনে করা এই পথসভার বক্তাগণের বক্তব্য জনাব নিঃশেষ দ্রং মনোযোগ সহকারে ও আন্তরিকভাবে শোনেন এবং সবার সাথে শুভেচ্ছা বিনিময় করেন। তিনি নিজের বক্তৃতায় উপস্থিত জনগণের উদ্দেশ্যে বলেন, আমাদের সবার মার্কা নৌকা। যিনিই নৌকা প্রতীক পাবেন, আমরা সবাই তাঁর জয়ের জন্যই কাজ করব। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী শক্তির সবাইকে একজোট হয়ে নৌকা মার্কাকে বিজয়ী করে লাগাতার চতুর্থ বারের মত জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের উন্নয়নের রূপকার হিসেবে বহাল রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। একইসাথে তিনি জানান, মাননীয় প্রধানমন্ত্রীর সুনির্দিষ্ট আশ্বাস, আশির্বাদ ও নির্দেশের প্রেক্ষিতেই তিনি জনগণের সমর্থন নিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কার কাণ্ডারি হওয়ার ব্যপারে দৃঢ়ভাবে আশাবাদী। কারণ, বর্তমান সাংসদ নৌকা মার্কার মাধ্যমে বিজয়ী হলেও জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে ব্যর্থ হয়েছেন। অপশক্তির কোনও ধরণের মিথ্যাচারের প্রতি জনগণ কান দেবে না বলেও জনাব নিঃশেষ দ্রং বিশ্বাস করেন। নৌকা মার্কার মনোনয়ন পেয়ে নির্বাচিত হলে তিনি এলাকাবাসীর চাহিদা ও ইচ্ছেসমূহ মাথ্যা রেখে হালুয়াঘাট-ধোবাউড়ার সার্বিক উন্নয়নের জন্য নিজেকে নিয়োজিত রাখবেন জানিয়ে তিনি বলেন, তিনি নির্বাচিত হলে কোনও সুবিধাবাদী গোষ্ঠীর জন্য নয়, বরং এলাকাবাসীর জীবনমান উন্নয়ন করার লক্ষ্যে কাজ করে যাবেন। এসময় তিনি বিভিন্ন স্বার্থান্বেশী মহলের মাধ্যমে হীন উদ্দেশ্যে প্রচারিত মিথ্যা ও বানোয়াট অপপ্রচারগুলোকে ভিত্তিহীন প্রমাণ করে প্রকৃত ও বাস্তব তথ্য উপস্থাপন করে সরাসরি জবাব দেন। পথসভাটি সমাপ্ত হলে তিনি বাঘাইতল হয়ে ১নং ইউনিয়নের বিভিন্ন এলাকায় মোটর শোভাযাত্রা মাধ্যমে স্থানীয় জনগণের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এসসময় স্থানীয় আপামর জনতা তাঁর প্রতি আন্তরিক সমর্থন ও সহযোগিতার অঙ্গীকার করে। পথযাত্রা শেষ করে জনগণের প্রিয় নিঃশেষ-দা তাঁর নিজ বাসভবনে ফিরে এলে সেখানেও স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও জনগণ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে তাঁর বক্তব্য শুনতে চাইলে তিনি উপস্থিত সুধী হতে সমাজের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি হিসেবে একজন করে বয়োজ্যেষ্ঠ, তরুণ এবং ছাত্র সহ তাঁর নিজ পরিবারের একজন সদস্যের মতামত ও পরামর্শ শোনেন। এই উঠানসভায় বক্তাগণ জানান- নিঃশেষ দা আপাদমস্তক একজন প্রকৃত ও পূর্ণাংগ ভদ্রলোক। তাঁরা নিঃশেষ দা’র হাতকে শক্তিশালী করার মাধ্যমে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি দেন। এসময় আলোচনায় উঠে আসে যে, নিঃশেষ-দার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে চিহ্নিত মহল অন্যায়ভাবে বাঁধা দেয়া সহ নানারকম নির্যাতনের নিঃশেষ দার কর্মী-সমর্থকদের হয়রানি করার কাজে লিপ্ত রয়েছেন। গণমানুষের নেতা নিঃশেষ দ্রং তাঁর নিজের বক্তব্যের শুরুতেই জানান, তাঁকে যেন মহোদয় বা এধরণের স্তুতিমূলক সম্বোধনে না ডেকে কেবল “নিঃশেষ দা” অথবা বয়োজ্যেষ্ঠগণ যেন তাঁকে সরাসরি শুধু নাম ধরেই ডাকেন। তিনি জানান- নৌকাই আমার দু-নয়ন, নৌকাই আমাদের উন্নয়ন। রাজন লাল সরকার রাজ উপস্থিত বক্তাগণের মতামতের প্রেক্ষিতে জননেতা নিঃশেষ দ্রং জানান, তাঁর অনুসারীগণ যেন যেকোনও মূল্যে স্থানীয় মুরুব্বী এবং বয়োজ্যেষ্ঠ নেতাগণকে সম্মান করেন। স্থানীয় মুরুব্বীগণের প্রতিও তিনি আহ্বান রাখেন যেন তরুণ-যুবাদের আচরণের কোন সংশোধনের দরকার দেখলে নির্দ্বিধায় পরকাশ করতে। প্রতিপক্ষের অন্যায় কর্মকান্ডের ব্যপারে সতর্ক থাকার কথা জানিয়ে তিনি বলেন কারও সাথে কোন সংঘাতে জড়ান যাবে না। সবাই মিলে একজোট হয়ে প্রতিপক্ষের অপকর্মকারীদের আইনের হাতে তুলে দেয়ার নির্দেশ দেন তিনি। জনসংযোগের ধারা অব্যাহত রেখে ২৯শে জুলাই, ২০২৩, শনিবার জননেতা নিঃশেষ দ্রং ধোবাউড়া উপজেলার ৪নং পোড়াকান্দুলিয়া ইউনিয়নের কাশিনাথপুর, দুধনই, বতিহলা ও পোড়াকান্দুলিয়া বাজারের এবং পথসভা করেন। এসব স্থানেও আপামর জনতা তাঁকে প্রাণভরে স্বাগত জানান এবং আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সবার প্রিয় নিঃশেষ দ্রংকে নৌকা মার্কার প্রার্থী হিসেবে প্রত্যাশা করেন। তাঁরা জানান, অবহেলিত, বঞ্চিত ধোবাউড়ার উন্নয়নের জন্য একমাত্র নিঃশেষ দ্রংই সবচেয়ে উপযুক্ত ব্যক্তি। এসকল পথসভা, মতবিনিময় সভা ও শোভাযাত্রায় জননেতা নিঃশেষ দ্রংএর সাথে ছিলেন আওয়ামীলীগ, শ্রমিক লীগ, যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীগণ সহ প্রেস ও মিডিয়ার বিভিন্ন পর্যায়ের সাংবাদিকবৃন্দ।
Design & Developed by BD IT HOST