মোকছেদুল ইসলাম জেলা প্রতিনিধি
নওগাঁর পত্নীতলার পাটিচড়া ইউনিয়ন বিএনপি’র আয়োজনে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বিকেল ৩ টায় পত্নীতলা উপজেলার পাটিচড়া ইউনিয়ন বিএনপি’র আয়োজনে আমবাটি জিয়াবাজারে গণতন্ত্র পুনু:রুদ্ধান ও আগামীর রাষ্ট্র নায়ক দেশ নেতা মো: তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়নে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত মতবিনিময় সভায় পাটিচড়া ইউনিয়ন বিএনপি’র আহবায়ক মো: আশরাফুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপি’র কৃষি বিষয়ক সম্পাদক সামছুজ্জোহা খান জোহা প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি মোছাঃ সামিনা পারভিন পলি। উদ্বোধন হিসাবে উপস্থিত ছিলেন পত্নীতলা থানা বিএনপি’র আহবায়ক (একাংশ) মোঃ আক্কাস আলী, এছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক মো: সাজেদুর রহমান দুলাল, মোঃ হাবিবুর রহমান মিন্টু, পৌর বিএনপি’র এজেড মিজান, যুবদল নেতা বায়েজিদ হোসেন শাহিন প্রমূখ।