প্রতিনিধি ১৭ ফেব্রুয়ারি ২০২৫ , ৭:৫৬:২৩ প্রিন্ট সংস্করণ
আন্তর্জাতিক ডেস্কঃ
ওমানের রাজধানী মাস্কাটে অষ্টম ভারত মহাসাগর সম্মেলন (আইওসি) কনফারেন্সের সাইড লাইনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে এস জয়শঙ্কর তার সোশ্যাল হ্যান্ডেল এক্সে (সাবেক টুইটার) পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকের একটি ছবি শেয়ার করে এ তথ্য জানান। বৈঠকে দ্বিপক্ষীয় বিষয় ও বিমসটেক নিয়ে আলোচনা করা হয়।
উল্লেখ্য, আগামী এপ্রিলে থাইল্যান্ডে অনুষ্ঠেয় বিমসটেক শীর্ষ সম্মেলনে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে সাইডলাইনে বৈঠক হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।পররাষ্ট্র উপদেষ্টা ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে এটি দ্বিতীয় বৈঠক। এর আগে সেপ্টেম্বরে নিউ ইয়র্কে দুই নেতার মধ্যে জাতিসংঘ সাধারণ অধিবেশনের সাইডলাইনে বৈঠক হয়।
এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ‘দুপক্ষের মধ্যে যেকোনও ধরনের আলোচনা অস্বস্তি কাটিয়ে উঠতে সুযোগ তৈরি করবে।’
সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আলোচনার বিকল্প নেই জানিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশের বিজিবি এবং ভারতের বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠক হবে। এ ধরনের বৈঠক যত বেশি হবে, তত গঠনমূলক আলোচনা করার সুযোগ তৈরি হবে।
Design & Developed by BD IT HOST