ঢাকাWednesday , 4 September 2024

বদলগাছীতে দুর্নীতির অভিযোগে মাদ্রাসায় তদন্ত টিম গেলেও অনুপস্থিত ছিলেন অধ্যক্ষ

moderator
September 4, 2024 7:12 pm
Link Copied!

মুজাহিদ হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর বদলগাছীর ধর্মপুর গোয়ালভিটা হোসেনিয়া আলিম মাদ্রাসার সাবেক আব্দুল বারেক, অধ্যক্ষ আনোয়ার হোসেন ও কৃষি শিক্ষা বিষয়ের সহকারী শিক্ষক উজাউলের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে করা অভিযোগের তদন্ত শুরু হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার গঠিত উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাবাব ফারহান সহ চার সদস্যের তদন্ত কমিটি বুধবার সকাল ১১টায় মাদ্রাসায় আসলেও অনুপস্থিত ছিলেন অধ্যক্ষ। এ সময় এলাকার সুশীল সমাজ, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ একত্রিত হয়ে দুর্নীতি বিরোধী স্লোগান দেন।

তদন্তের সময় অভিযুক্ত সাবেক সভাপতি ও সাবেক শিক্ষক প্রতিনিধি উপস্থিত থাকলে ও অধ্যক্ষ মাদ্রাসায় উপস্থিত ছিলেন না।

অভিযোগ কারীসহ স্থানীয়রা অভিযুক্তদের বিচার চাইলে তদন্ত কর্মকর্তা বদলগাছী কৃষি অফিসার বলেন, আপনাদের দাবিগুলো লিখিত আকারে আমাদের কাছে জমা দেন, আমরা আইনগত ব্যবস্থা নিবো। তদন্ত কর্মকর্তার কথামতো সাবেক সভাপতি-অধ্যক্ষ-শিক্ষক উজাউল ইসলাম মিলে এলাকার যেসব ব্যক্তিদের কাছে থেকে চাকুরী দেওয়ার নামে বিভিন্ন অংকের টাকা নিয়েছিল তারা লিখিত আকারে অভিযোগ দাখিল করেন। সেই সাথে ভুক্তভোগী শিক্ষক, শিক্ষার্থী, সচেতন মহল এবং জোর পুর্বক চাকরিচ্যুত করা শিক্ষক ও অন্যান্য ব্যক্তিরা ভিন্ন ভিন্ন ভাবে তাদের বিরুদ্ধে লিখিত জবানবন্দি তদন্ত কর্মকর্তাদের হাতে জমা দেন।

তদন্ত কর্মকর্তাগণ অভিযুক্ত সহকারী শিক্ষক উজাউল ইসলামকে জিজ্ঞাসা করেন, আপনার প্রতি মানুষের এত অভিযোগ ও ক্ষোভ কেন? জবাবে তিনি নিজের সব দোষ স্বীকার করে বলেন, “আমি যা করেছি প্রিন্সিপালের কথামতো করেছি”। এসব অভিযোগের বিষয়ে সাবেক সভাপতি আব্দুল বারেক মন্টুকে কোন কথা বলতে শোনা যায়নি।

এ বিষয়ে জানতে অধ্যক্ষ আনোয়ার হোসেনের মুঠোফোনে কল দিলেও তিনি রিসিভ করেননি। তাই তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে তদন্ত কর্মকর্তা সাবাব ফারহান বলেন, তদন্তের নির্ধারিত দিনে মাদ্রাসায় গেলে অভিযুক্ত সাবেক সভাপতি, শিক্ষক প্রতিনিধি উপস্থিত থাকলেও অধ্যক্ষ অনুপস্থিত ছিলেন। অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় সকল তথ্যাদি নিয়ে এসেছি। সেগুলো যাচাই সাপেক্ষে খুব দ্রুত তদন্ত প্রতিবেদন উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর জমা দেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।