মোঃ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধি,
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় নছিমন গাড়ীর সাথে মুখোমুখি সংঘর্ষে নাজিরুল ইসলাম (৩৫) নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার ২০ এপ্রিল সকালে বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী বালিয়াডাঙ্গী মহাসড়কের হাসপাতালের দক্ষিণ পার্শে ডাক বাংলার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাজিরুল ইসলাম উপজেলার বড়বাড়ী কাশিডাঙ্গা গ্রামের শরিফুল ইসলাম অরফে ঘকলোতের ছেলে।
জানা গেছে, উপজেলার ডাক বাংলার সামনে পাকা রাস্তায় নছিমন গাড়ীর সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ধাক্কা লাগলে রাস্তা থেকে ছিটকে পড়েন নাজিরুল ইসলাম। এ সময় মাথায় প্রচণ্ড আঘাতপ্রাপ্ত হন তিনি। আহত অবস্থায় তাকে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত উপসহকারী মেডিকেল অফিসার সেকমো ডাক্তার মাহাবুব আলম তাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করেন। সেখান থেকে নিয়ে যাওয়ার সময় রাস্তার মধ্যে সে মৃত্যুর কোলে ঢলে পরেন।
বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল আনাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন