জামাল খান জেলা প্রতিনিধি।
বৈশম্য এক দফা ছাত্র আন্দোলনে ৫ আগষ্ট সাবেক প্রধান মন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যায়। প্রধান মন্ত্রী পালিয়ে যাওয়ার পর থেকে আওয়ামীলীগের বিভন্ন নেতা কর্মীরা ষড়যন্ত্র করে আবারও বাংলাদেশকে অ-স্থীতিশীল পরিবেশ তৈরী করতে বিভিন্ন জাগায় মন্দিরে হামলা,সরকারি অফিসে ভাংচুর,আগুন,সন্ত্রাসী কর্মকান্ড করে বিএনপিকে নানান প্রশ্নবিদ্ধ করতে চায়।তারই প্রতিবাদে আজ দৌলতখান পৌর বিএনপি’র নেতৃত্বে এক বিশাল শোডাউন বের হয় দৌলতখানে।শোডাউনটি শান্তি শৃঙ্খলা ভাবে দৌলতখান উত্তর মাথা থেকে থানার সামনে দিয়ে রাধাবল্লভ বাজার হয়ে দৌলতখান উপজেলা বিএনপির পার্টি অফিসের সামনে এসে কিছুক্ষন অবস্থান করেন,তার পর আবার উত্তর মাথায় এসে শহীদ মিনারে বক্তব্য রাখেন,হাজী মোঃসেলিম ০১ নং যুগ্ন আহবায়ক পৌর যুবদল,মোঃজাহাঙ্গীর সিকদার চরপাতা ইউনিয়ন বিএনপি,ফিরোজ কিবরিয়া)(রিপন)পৌর যুবদল,মিজানুমোঃমেহেীর রহমান সভাপতি পৌর বিএনপি ০২ নং ওয়ার্ড,মোসলেহ উদ্দিন হাওলাদার আহবায়ক পৌর সেচ্ছাসেবক দল।এসময় বক্তারা বলেন,শান্তিশৃঙ্খলা বজায় রেখে মানুষের জান,,মাল রক্ষা করা এবং সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের নির্দেশ মেনে সবাইকে চলার আহবান জানিয়েছেন।
এবং আওয়ামীলীগের ষড়যন্ত্রকে মোকাবিলা করার জন্য সবাইকে প্রস্তুত ও ধৈর্য ধারন করতে বলেন।