ঢাকাTuesday , 26 March 2024

ময়মনসিংহে বিভাগীয় ও জেলা প্রশাসন কর্তৃক মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৪ উদযাপন

News Editor
March 26, 2024 9:05 pm
Link Copied!

২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বাঙালি জাতির সবচেয়ে গৌরবের দিন,পরাধীনতার শৃঙ্খল ভেঙে মাথা উঁচু করে দাঁড়ানোর দিন। দীর্ঘ পরাধীনতার শৃঙ্খল ভেঙে ১৯৭১ সালের এই দিনে বিশ্বের মাঝে স্বাধীন রাষ্ট্র গঠনের লক্ষ্যে স্বাধীনতার ডাক দিয়েছিলেন স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

ময়মনসিংহে ২৬শে মার্চের সূর্যোদয়ের সাথে সাথে তোপধ্বনি ও স্বাধীনতা স্তম্ভে ফুল দেওয়ার মাধ্যমে শুরু হয় স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন। মোঃ দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, ময়মনসিংহ এর নেতৃত্বে জেলা প্রশাসনের সকল কর্মকর্তা ও কর্মচারী স্বাধীনতা স্তম্ভে ফুল দেন।

সকাল ৮টায় শুরু হয় কুচকাওয়াজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উম্মে সালমা তানজিয়া, বিভাগীয় কমিশনার, ময়মনসিংহ। বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন মোঃ শাহ আবিদ হোসেন, বিপিএম (বার), পিপিএম, সম্মানিত ডিআইজি,ময়মনসিংহ রেঞ্জ, মোঃমাছুম আহাম্মদ ভূঞা, বিপিএম, পিপিএম, সম্মানিত পুলিশ সুপার, ময়মনসিংহ।

অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, ময়মনসিংহ। অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ এই দিবসের তাৎপর্য তোলে ধরে বক্তব্য প্রদান করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।