মো. নজরুল ইসলাম জেলা প্রতিনিধিঃ
মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক শোষণ মুক্ত সাংস্কৃতিক চেতনায় উজ্জীবিত হোক নতুন প্রজন্মের উদ্দীপনা এই স্লোগান কে সামনে রেখে আজ মানিকগঞ্জ শহরস্থ স্যাক কার্যালয়ে বিকেলে ধলেশ্বরী কালিগঙ্গা সাংস্কৃতিক গোষ্ঠীর আয়োজনে মানিকগঞ্জের কৃতি কবি ও লেখক দিলওয়ার হাসান রচিত ঢাকা বেঙ্গল বুকস প্রকাশিত মুক্তিযুদ্ধের কিশোর গল্প ‘গগনঢুলি’ মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু জাহিদ এর সভাপতিত্বে ও সম্পাদক ইকবাল হোসেন কচি এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানিকগঞ্জের বিশিষ্ট শিক্ষাবিদ ও বাগ্মী অধ্যাপক আবুল ইসলাম সিকদার। বুক রিভিউ আলোচনায় আরও অংশগ্রহণ করেন বাংলাদেশ প্রগতি লেখক সংঘের জেলা সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, প্রত্যুষ পাল, ফিরোজা সরকার প্রমুখ।
এ সময় বক্তারা আরও বলেন আমরা মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষাকে সম্মান জানাই, ১৫২,৬৬,৬৯,৭১ এর স্বাধিকার আন্দোলন এআই ,৯০ ও ২০২৪ এর গণতান্ত্রিক আন্দোলনে সকল বীর শহীদের প্রতি শ্রদ্ধা জানাই। এই চেতনার গল্পগুলো নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতেই এই মহতি উদ্যোগ। তাই লেখক ও প্রকাশককে আমরা সবাই মিলে সহযোগিতা করি।