“স্মার্ট যুব সমৃদ্ধদেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ ” এই স্লোগান কে সামনে রেখে মানিকগঞ্জ সদর উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর ও বারসিক এর যৌথ আয়োজনে মানিকগঞ্জ পৌরসভাধীন জয়নগর মাঝিপাড়ায় সাত দিনব্যাপী
বেকার যুব ও যুব মহিলাদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষে পোশাক তৈরি প্রশিক্ষণের সমাপনীতে সনদ এবং ভাতা প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে একতা কিশোরী ক্লাবের সভাপতি অন্তরা রাজবাড়ীর সভাপতিত্বে ও বারসিক প্রকল্প সহায়ক ঋতু রবি দাসের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানিকগঞ্জ সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শামসুন্নাহার বেগম। বিশেষ আলোচনা করেন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. শফিউদ্দিন, বারসিক প্রকল্প কর্মকর্তা মো. নজরুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন সরকার নারীর টেকসই উন্নয়ন ও ক্ষমতায়নে বিনয়ের করছে। কেবল তাই নয় উদ্যোক্তা ও নারীবান্বব সমাজ বিনির্মানে ঋণ সহায়তা দিয়ে সহায়তা প্রদান করে আসছে। আমরা এই ধরনের সুযোগ সুবিধা গ্রহণ করে নিজেদের আত্মকর্মসংস্থানে টেকসই উন্নয়ন ও ক্ষমতায়ন বৃদ্ধি পাক এই প্রত্যয় করি।