মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাচনের ভাইস চেয়ারম্যান প্রার্থী অ্যাড সাদিকুল ইসলাম সোহা মানিকগঞ্জ সদর উপজেলার বেউথা ঘাট,মাছের আডৎ কাঁচা বাজার এবং মাছ বাজারে জনসংযোগ করেন এসময় উক্ত জনসংযোগে উপস্থিত দৈনিক অভিযোগ বার্তার সম্পাদক ও প্রকাশক এস এম ফিরোজ আহাম্মদ, কাজল মাস্টার,মনির সহ বোউথা ঘাট এলাকার আরও অনেকেই জনসংযোগ করেন। এসময় অ্যাড সোহা বেউথা মাছের আডৎ,বাজারসহ আশেপাশের সকল দোকানে ও বেউথা ঘটের মানুষের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সেই সাথে সকলের দোয়া ও আর্শীবাদ চেয়ে বলেন আপনারা সবাই আমাকে চিনেন,জানেন আমি আপনাদেরই সন্তান,আপনাদের ভাই আপনারা আমাকে আগামী উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দিবেন এই প্রত্যাশা করি।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST