রমজান আলী, মেলান্দহ,জামালপুর থেকেঃ গত ১৯এপ্রিল রোজ বুধবার সকাল ১১টার সময় মেলান্দহ বাজার বাঘা মার্কেটের পিছনে সামাজিক ও একটি অরাজনৈতিক সংগঠন কাজিরপাড়া ঐক্য পরিষদের আয়োজনে বিনামূল্যে ১৬০জন অসহায় দরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী হিসাবে উন্নত মানের সেমাই, চিনি,দুধ,সয়াবিন তৈল,সাবান ও প্লাউ চাউল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন -উক্ত সংগঠনের প্রধান উপদেষ্টা আশেক এলাহী জনি। এছাড়াও উপস্থিত ছিলেন -উপদেষ্টা মন্ডলী মোঃ উজ্জ্বল, মোঃ সুজন,শ্রী রঞ্জিত চন্দ্র সূত্র ধর,মোঃ লিটন,মোঃ প্লাবন,কার্যকরী কমিটির সভাপতি মোঃ সোলাইমান ও সাধারন সম্পাদক আশিকুর রহমান আশিক সহ আরো অনেকে। উক্ত সংগঠনটি মেলান্দহ উপজেলায় একমাত্র সুনাম অর্জনকারী ও সামাজিক কর্মকান্ডে অন্যতম ভূমিকা পালন করে আসছে।