কাফি হাসান বশার মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ
বাগেরহাটের মোল্লাহাটে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখল চেষ্টার অভিযোগ পাওয়া গেছে আদালতে চলমান মামলার বাদীর বিরুদ্ধে। গত সোমবার ভোর ৬টায় উপজেলার উদয়পুর বড়বাগ বোয়ালিয়া এলাকায় ওই ঘটনা ঘটে। বেশ কতক লোকের সহায়তায় মামলার বাদী কতৃক জবরদখল চেষ্টা ও বিবাদী পক্ষের বাধা প্রদান করায় ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জবরদখল চেষ্টার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে।
অভিযোগে প্রকাশ, উদয়পুর বড়বাগ বোয়ালিয়া মৌজার বিআরএস ৫৪ নং দাগের পৈত্রিক ও ক্রয় সুত্রে বৈধ মালিক মোঃ আসলাম শেখ গং। একবছর পূর্বে ওই জমিতে ভবন নির্মাণের জন্য প্রায় অর্ধ কোটি টাকা ব্যয়ে পাইলিং করা হয়। ওই সময় হায়দার ফকির নামে তাদের এক নিকটাত্মীয় ভবন নির্মাণে বাধা প্রদান সহ আদালতে মামলা করেন। ওই মামলার বিচার কার্য চলাকালীন সময়ের জন্য স্থিতি অবস্থা বজায় রাখাসহ কার্যক্রমে নিষেধাজ্ঞা দেয় আদালত। উক্ত মামলার বাদী নিজেই আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে কতক লোকের সহায়তায় ওই জমিতে ঘর তোলা ও দখল চেষ্টা করে। আসলাম আরো জানান, তাদের বাধার মুখে ও স্থানীয় মাতব্বরদের হস্তক্ষেপে জবর দখল করতে ব্যর্থ হায়দার।
স্থানীয় চৌকিদার শেখ শহিদ বলেন, অন্যত্র থেকে একটি ঘর তৈরি করে সকাল বেলা ওই জমিতে জোর পূর্বক তোলার চেষ্টা করে। তখন মালিক পক্ষ বাধা দেয়। এমন সময় গণমাণ্যরা এসে হস্তক্ষেপ করায় ঘর তুলতে পারে নাই। এর আগে পুলিশ এসে কাজ করতে নিষেধ করে গেছে বলেও জানান তিনি।
এবিষয়ে হায়দার ফকির জানান, আমি ওই জমিতে ঘর তুলতে যাই, তখন স্থানীয়রা বলেন বৃহস্পতিবার ফয়সালা করে দিবেন, তাই ঘর তোলা থেকে বিরত আছি।