• মোল্লাহা‌টে এন টি টি এন এর ম‌্যা‌সেন্জা‌রের তার কাটায় দেড় হাজার গ্রাহ‌কের ওয়াইফাই লাইন বি‌চ্ছিন্ন

      প্রতিনিধি ৩১ জানুয়ারি ২০২৩ , ৯:০৯:২৫ প্রিন্ট সংস্করণ

     

    কা‌ফি হাসান বশার মোল্লাহাট (বা‌গেরহাট)প্রাত‌নি‌ধিঃ

    বা‌গেরহা‌টের মোল্লাহা‌টের বি‌ভিন্ন এলাকায় একাদিক জায়গা‌তে ওয়াইফাই লাই‌নের মেইন তার কাটা‌তে দীর্ঘ সময় প্রায় দেড় হাজার গ্রাহ‌কের ওয়াইফাই লাইন বন্ধ থা‌কে এবং ক‌াজের বেঘাৎ ঘ‌টে জানা‌ গে‌ছে ।

    সা‌মিট ক‌মিউ‌নি‌কেশ‌নস এর টেক‌নি‌সিয়ান ‌মোঃ মারুফ হো‌সেন ইমরাণ ব‌লেন, আ‌মি ম‌্যা‌সেজ পে‌য়ে‌ বে‌ড়ি‌য়ে যাই এবং জয়ডি‌হির টি‌জেবক্স চেক ক‌রি ক‌তদূরের ভেত‌রে তা‌রের সমস‌্যা হ‌য়ে‌ছে প্রথ‌মে ধরা প‌রে বিশ্ব‌রোড হ‌য়ে শরসপু‌রের আ‌গে, পর্যাক্রমে চাউলটু‌রি, কচু‌ড়িয়া বাজার সহ পাঁচ-ছয় জায়গা‌তে তার কাটা পাই এবং সং‌জোগ দি‌তে দি‌তে সকাল নয়টা বে‌জে যায় ।

    মোল্লাহাট উপ‌জেলার ইন্টার‌নেট সা‌র্ভিস প্রপাইটার মোঃ জয় শেখ, পিতা মোঃ বীর মু‌ক্তি যোদ্ধা সি‌দ্দিকুর রহমান শেখ গ্রাম আড়ুয়া‌ডি‌হি তি‌নি ব‌লেন – ৩০ জানুয়ারী ২০২৩(সোমবার) রাত আনুমা‌নিক ১০টা থে‌কে লিংক ডাউন হ‌য়ে যায় । ইমরান ভাই ফোন দি‌লে আ‌মি গি‌য়ে তার কাটার স্থানগু‌লো সনাক্ত ক‌রি এবং সা‌থে থা‌কি
    এ তার কাটা‌তে বা‌গেরহাট ডি‌সি অ‌ফিসের লাইন সহ কা‌র্নিবাল কম্পা‌নি, ইউনিয়নপ‌রিষদ সহ প্রায় দেড় হাজার ইউজার লাইন রাত ১০টা থে‌কে সকাল নয়টা পযর্ন্ত বন্ধ থা‌কে ।

    স‌ন্দেহ এবং ক্ষ‌তির কথা জান‌তে চাই‌লে ইমরান ব‌লেন, তার আ‌গে অ‌নেক দিন নী‌চে প‌ড়ে ছিল কোন সমস‌্যা হয়‌নি । বর্তমা‌নে আড়ুয়া‌ডি‌হি,কচুড়িয়া সহ কোদা‌লিয়া‌ লাই‌নে জয় এর গ্রাহক বে‌শি ও দিন দিন বাড়‌ছে তা‌তে ভি‌ন্নি কোম্পা‌নির ডিস ও ওয়াইফাই ব‌্যবসায়ী আশরাফ ও আ‌কি‌জের গ্রাহক কম‌ছে ব‌লে ওরা এক কাজ ক‌রে‌ছে । আ‌মি একথা কোদা‌লিয়া অ‌নে‌কের সাম‌নে ব‌লে‌ছি ।
    তার কাটা‌তে প্রায় ১ লক্ষ টাকার ক্ষ‌তি হ‌য়ে‌ছে ব‌লে জানন তি‌নি ।

    তার কাটার বিষ‌য়ে মোল্লাহাট থানার (এস আই) জাহা‌ঙ্গির জানান , , আ‌মি কোদা‌লিয়া, শরসপুর গি‌য়ে দে‌খে‌ছি তার কে‌টেছে ।

    মোল্লাহাট থানায় ইমরান শেখ বা‌দী হ‌য়ে
    মোঃ আশরাফ মোল্লা , পিতা আসলাম মোল্লা কোদা‌লিয়া এবং আ‌কি‌জ মোল্লা শরসপুর এর বিরু‌দ্ধে এক‌টি সাধারণ ডায়‌রি ক‌রে ,
    যার জি‌ডি নং ৮৪৮

    আরও খবর

    Sponsered content

    Design & Developed by BD IT HOST