কাফি হাসান বশার মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ
“স্বাস্থ্য সুরক্ষায় পরিষ্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ” এই প্রতিপাদ্যের আলোকে মোল্লাহাটে উপজেলা প্রশাসন ও জন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস ২০১৪ উদযাপিত হয়েছে।
দিবসটি উদযাপনে মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় এক র্যালি গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক ঘুরে শুরুর স্থল শহীদ হেমায়েত উদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে গিয়ে শেষ হয়। এরপর হাত ধোয় প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জনস্বাস্থ্যের উপ-সহকারী প্রকৌশলী আবুল কালাম আজাদের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুস সালাম, নির্বাচন কর্মকর্তা ইসহাক, সমাজসেবা কর্মকর্তা উসমান হামিদ, পরিসংখ্যান কর্মকর্তা মোঃ হায়দার মিয়া, প্রধান শিক্ষক উম্মে হামিমা, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, সহ-সভাপতি আব্দুল্লাহ ফারুক, সাংবাদিক শরিফুল ইসলাম, সাজ্জাদুল ইসলাম, জনস্বাস্থ্য অধিদপ্তরের বাকি বিল্লাহ প্রমুখ।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST