ঢাকাSunday , 8 September 2024
আজকের সর্বশেষ সবখবর

যুবদল নেতা থানা ভাঙার কথা নিজেই স্বীকার করলেন

moderator
September 8, 2024 1:55 pm
Link Copied!

কুষ্টিয়া প্রতিনিধি:

কুষ্টিয়ায় যুবদলের আহ্বায়ক আব্দুল মাজেদের নেতৃত্বে ভাঙা হয় সদর থানা। এমনটা স্বীকারোক্তি দিয়েছেন নিজেই। বুধবার (৭ আগস্ট) জেলায় খাজানগর এলাকায় এক বক্তৃতায় তিনি এ কথা স্বীকার করেন। সেই ভিডিও এসেছে সাংবাদিকদের হাতে।

ভিডিওতে মাজেদ নেতাকর্মীদের উদ্দেশে বলেন, বহু শহীদের আত্মত্যাগের বিনিময়ে এই শেখ হাসিনার সরকার পালাতে বাধ্য হয়েছে। তিনি বলেন, শেষের দিন যেদিন ক্ষমতা হস্তান্তর হয়, এখানে আন্দোলনকারীরা আছে তাদের জিজ্ঞাসা করেন, কুষ্টিয়া থানা আমি মাজেদ নেতৃত্ব দিয়ে ভেঙেছি।

তিনি বলেন, আমার তিনটা ছেলে, আপনাদেরই ভাই আপনাদেরই চাচি, তারা নিজেও এই আন্দোলনে যুক্ত হয়েছে। আমি তাদের কোনোভাবেই আটকে রাখতে পারিনি। রক্তে যখন টান দেয়, তখন জনগণকে আটকে রাখা যায় না। জনগণের স্রোত ঠেকানো যায় না।

মাজেদ বলেন, আমি আপনাদের বলবো আপনারা এমন কিছু করবেন না যাতে দম বন্ধ হয়ে যায়। কুষ্টিয়া জেলায় আমাদের দম যেন বন্ধ না হয়ে যায়। তিনি আরও বলেন, ক্ষমতা চিরস্থায়ী না। জনগণ ভোট না দিলে বিএনপি সরকার গঠন করতে পারবে না। কিন্তু আমাদের দম যেন বন্ধ না হয়, শেখ হাসিনার মতো যেন পালাতে না হয়।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট যেদিন আওয়ামী লীগ সরকারের পতন হয়, সেদিন কুষ্টিয়া সদর থানায় চলে ব্যাপক ভাঙচুর ও লুটপাট। এছাড়া করা হয় থানায় অগ্নি সংযোগ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।