রাজবাড়ী থেকেঃ বিপ্লব বিশ্বাস
রাজবাড়ীর গোয়ালন্দে বিকাশ ব্যাবসায়ী আলমগীর কবির (৪৫) নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে গোয়ারন্দ থানা পুলিশ।
আজ শনিবার (৩১ আগস্ট) সকালে উপজেলার দেবগ্রাম ইউনিয়নের তেনাপচা (মওনা) এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আলমগীর কবির ( ৪৫) ফরিদপুর জেলার নগরকান্দা উফজেলার ধুতরাহাটি গ্রামের মৃত আবুল কালাম মোল্লার ছেলে।
পুলিশ ও স্থানীয় কয়েকজন জানান, আজ শনিবার ভোরের দিকে কয়েকজন পথচারী গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের মওনা এলকায় রাস্তার পাশে জঙ্গলের মধ্যে জবাই করা যুবকের মরদেহ পড়ে থাকতে দেখেন। মরদেহের পরিচয় শনাক্ত করতে না পেরে তারা গোয়ালন্দ ঘাট থানা পুলিশকে খবর দেন।
পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরিদর্শন শেষে তিনি বলেন পুলিশের ধারণা টাকা পয়াসা ছিনিয়ে নিতেই দুর্বৃত্তরা তাকে হত্যা করে থাকতে পারে। ঐ যুবক পেশায় একজন বিকাশ ব্যাবসায়ী ছিলেন। ঘটনার সাথে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে চিহ্নিত করা হবে বলেও জানান পুলিশ সুপার।
এসময় রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইফতেখারুজ্জামান, গোয়ালন্দ থানার ওসি প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস উপস্থিত ছিলেন। লাশের সুরতহাল শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য সর্গে পাঠানো হয়েছে।