ঢাকাSaturday , 21 September 2024

লোহাগাড়ায় গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্য

moderator
September 21, 2024 4:32 pm
Link Copied!

চট্টগ্রাম থেকে মোহাম্মদ কামাল উদ্দিনঃ

এমন যদি হত মানুষ তার মৃত্যুর দিনটি আগে থেকেই জানতে পারবে কিন্তু মৃত্যু ঠেকাতে পারবে না, তবে সেটা ভালো হত নাকি মৃত্যু দিনটি আগে থেকে না জানাই ভালো? লোহাগাড়া উপজেলার আমিরাবাদ, সুখছড়ী, বারেক চৌধুরী পাড়া ( রফিক ইঞ্জিনিয়ারের বাড়ির) পশ্চিম পাশে পল্লী বিদ্যুৎ’র তার ও গাছে’র সাথে স্পর্শ হ’য়ে উত্তর কলাউজান রসুলাবাদ পাড়া’র ,মো. ইসমাইল (৪৬) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) বেলা ১২টার ইউনিয়নের ৯ নাম্বার ওয়ার্ডের সুখছড়ি কামারদিঘী পাড়স্থ বারেক চৌধুরী পাড়ায় এই ঘটনা ঘটে। নিহত ইসমাইল উপজেলার কলাউজান ইউনিয়নের ৩ নাম্বার ওয়ার্ডের উত্তর কলাউজান রসুলাবাদ পাড়ার বাসিন্দা। স্থানীয় ইউপি সদস্য মো. এরশাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকাল থেকে ঘটনাস্থলে ইঞ্জিনিয়ার রফিকের বাড়ির পাশে গাছের ডালপালা কাটছিল শ্রমিক ইসমাইল। এই সময় অসাবধানতা বশত: বিদ্যুৎ সঞ্চালন লাইনে স্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। জানা যায় স্থানীয়পল্লী বিদ্যুৎ অফিস কর্তৃক আজ শনিবার সকাল ০৮ ঘটিকা থেকে বিকাল ০৪.০০ ঘটিকা পর্যন্ত লোহাগাড়া বিদ্যুৎ লাইন বন্ধ থাকার ঘোষণা দিয়েছিল। এই প্রশ্নের উত্তর থেকে থেকে যায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।