মোঃ মোশারফ হোসেন সরকার
জামালপুর শহরের শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সারাদেশে নিহতদের স্মরণে প্রামাণ্য চিত্র প্রদর্শনী, স্মরণ সভা দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বুধবার সকালে জামালপুর শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ আয়োজিত কলেজ মিলনায়তনে প্রামাণ্য চিত্র প্রদর্শনী, স্মরণ সভা দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজ পরিচালনা পরিষদের হিতৈষী সদস্য ও জামালপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল হক খান দুলাল।
শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান কামরুন নাহার হ্যাপীর সঞ্চালনায় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ.কে.এম ফজলুল হকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কলেজ পরিচালনা পরিষদের বিদ্যোৎসাহী সদস্য ও জেলা তাঁতী দলের সভাপতি আনিসুর রহমান লুলু , শিক্ষক প্রতিনিধি ও ময়মনসিংহ বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এবং বিসিবির সাবেক পরিচালক অধ্যাপক এসএম আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান প্রমুখ।
আলোচনা সভা শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সারাদেশে নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
দোয়া পরিচালনা করেন ইসলামী শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক জনাব আমিন উল্যাহ।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST