ঢাকাSunday , 11 February 2024

শাল্লায় রাতের আঁধারে সাংবাদিকের উপর অতর্কিত হামলা

News Editor
February 11, 2024 6:50 pm
Link Copied!

দিরাই-শাল্লা প্রতিনিধি-আনোয়ার হোসাইন

সুনামগঞ্জের শাল্লায় রাতের আঁধারে এক সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার ঘটনার খবর পাওয়া গেছে। জানা গেছে, দৈনিক আজকের পত্রিকার শাল্লা উপজেলা প্রতিনিধি ও শাল্লা প্রেসক্লাবের নির্বাচিত সাধারণ সম্পাদক বিপ্লব চন্দ্র রায়ের উপর গত ১০ফেব্রুয়ারী (শনিবার) রাত সাড়ে ১১টায় এ হামলার ঘটনা ঘটে। বিপ্লব চন্দ্র রায় সাংবাদিকতার পাশাপাশি উপজেলা সদরের বিপ্র মেডিকেল হল ও মেডিকেয়ার ডায়গনস্টিক সেন্টার নামের ব্যবসা প্রতিষ্ঠানও পরিচালনা করেন।

ঘটনার দিন ১০ফেব্রুয়ারী সারাদিনের ব্যবসা শেষে প্রতিষ্ঠান বন্ধ করে আনন্দপুর গ্রামে নিজ বাড়িতে যাওয়ার পথে শাল্লা-দিরাই সড়কে দু’টি মোটর
বাইকে এসে ৪জন সন্ত্রাসী সাংবাদিক বিপ্লবের পথরোধ করে বেধরক ভাবে কিল-ঘুষি মেরে মাটিতে ফেলে দেয় এবং তার সাথে থাকা নগদ ৭০হাজার টাকা সমেত একটি ব্যাগ ছিনিয়ে নেয়। ওইসময় সাংবাদিক বিপ্লব ৪জনের মধ্যে দু’জনকে চিনতে
সক্ষম হন। মাঙ্কি টুপির কারণে অপর দু’জনের চেহারা চেনা সম্ভব হয়নি মর্মে জানান আহত সাংবাদিক বিপ্লব চন্দ্র রায়। বিপ্লবের বক্তব্য মতে আক্রমনকারীদের মধ্যে উপজেলা সদরের ডুমরা গ্রামের আরাধন সরকারের ছেলে দোয়েল সরকার ও ৩নং বাহাড়া ইউপি’র ১নং ওয়ার্ডের আঙ্গারুয়া গ্রামের গৌরাঙ্গ দাসের ছেলে হৃদয় দাস এ ঘটনা ঘটিয়েছে।

এবিষয়ে কোন লিখিত অভিযোগ করা হয়েছে কিনা জানতে চাইলে বিপ্লব দাস জানান হৃদয় দাস ও দোয়েল দাসের নাম উল্লেখ্য করে আরও ২জনকে অজ্ঞাত আসামী করে শাল্লা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এব্যাপারে শাল্লা থানার এসআই যীশু দত্তের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, সাংবাদিক বিপ্লব চন্দ্র রায়ের উপর হামলার অভিযোগ পেয়েছি। তদন্ত
সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

সাংবাদিক বিপ্লব চন্দ্র রায়ের উপর এধরণের অতর্কিত হামলায় তীব্র নিন্দা জানিয়েছে শাল্লায় কর্মরত সকল সাংবাদিকবৃন্দ, রাজনৈতিক ব্যাক্তি ও সচেতন মহল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।