• সচিবালয়ের সামনে আনসার ও ছাএদের সংঘর্ষ

      প্রতিনিধি ২৫ আগস্ট ২০২৪ , ১০:০৩:০৯ প্রিন্ট সংস্করণ

    নিউজ ডেক্সঃ

    সচিবালয়ের সামনে আনসারদের সাথে ছাত্রদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় আনসার সদস্যরা এবং ছাত্রদের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপ করতে দেখা যায়।

    আজ রবিবার সন্ধ্যায় সচিবালয়ের সামনে আনসার সদস্যদের আন্দোলনকালে এই ঘটনা ঘটে। এই ঘটনায় আহত হয়েছে আরো অনেকে।
    এর আগে চাকরি জাতীয়করণের দাবিতে গত দুদিন ধরে আন্দোলন করছেন আনসার সদস্যরা অভিযোগ, তারা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার। তাদের আশ্বাস দেওয়ার পরও চাকরি জাতীয়করণ করা হয়নি।

    বিভিন্ন প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী দৈনিক ৫৪০ টাকা চুক্তিতে কাজ করা আনসার সদস্যরা চাইছেন, তাদের চাকরি স্থায়ী করা হোক। এই দাবিতে গত কয়েক দিন ধরে আন্দোলন চালিয়ে আসছেন তারা। তাদের ঘেরাওয়ের কারণে সচিবালয় থেকে কেউ বের হতে বা প্রবেশ করতে পারেননি।

    বিকাল ৩টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তা তাদের সাথে কথা বলে সাত সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার দপ্তরে যান। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী অঙ্গীভূত আনসার সদস্যদের দাবি মেনে নেওয়ার ঘোষণা দিলে কর্মসূচি স্থগিত ঘোষণা করে তারা।

    আওয়ামী লীগ সরকারের পতনের পর সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন খাতের বঞ্চিতরা সচিবালয়ের সামনে বিক্ষোভ করে আসছেন। এজন্য বিভিন্ন সময়ে সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের অবরুদ্ধ থাকতে হয়েছে।

    আরও খবর

    Sponsered content

    Design & Developed by BD IT HOST