নিউজ ডেস্ক, স্বতন্ত্র নির্বাচন করা নিয়ে মনোমালিন্য ও দোষারোপ বাদ দিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, নির্বাচন নিয়ে নিজেদের মধ্যে যেন দ্বন্দ্ব সংঘাত না হয়।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ক্ষমতাসীন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় একথা বলেন দলীয় প্রধান। আজ শনিবার প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হচ্ছে। সভায় সভাপতিত্ব করছেন শেখ হাসিনা। অংশ নিয়েছেন জেলা, উপজেলা, মহানগর, পৌরসভার সভাপতি সাধারণ সম্পাদক ছাড়াও দলের সংসদ সদস্য, স্বতন্ত্র সংসদ সদস্য, পৌরসভা ও সিটি করপোরেশনের মেয়রেরা। এছাড়া আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, জাতীয় কমিটি, উপদেষ্টা পরিষদের সদস্যরাও সভায় উপস্থিত রয়েছেন।
শেখ হাসিনা বলেন,আওয়ামী লীগ সরকার পরিকল্পিতভাবে কাজ করেছে বলেই দেশের উন্নয়ন করা সম্ভব হয়েছে। কোনো একদলের টানা চারবার ক্ষমতায় আসা সহজ কথা নয়। আওয়ামী লীগ দেশ ও মানুষের জন্য কাজ করে বলেই তা সম্ভব হয়েছে।
নির্বাচন যেন না হয় সেজন্য নানা ষড়যন্ত্র ছিল। ষড়যন্ত্রের পরও নির্বাচন করা সম্ভব হয়েছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। বলেন, ‘জিয়া-এরশাদ-খালেদা সবসময় আজ্ঞাবহ নির্বাচন কমিশন চেয়েছে। আওয়ামী লীগ স্বাধীন নির্বাচন কমিশনের জন্য নির্বাচন কমিশন আইন করেছে।
শেখ হাসিনা বলেন, ‘নির্বাচন নিয়ে যারা প্রশ্ন তোলে তাদের সুনির্দিষ্টভাবে বলতে হবে কোন কারণে নির্বাচন সুষ্ঠু হয়নি। ভোট চুরির কারণে খালেদা জিয়া পদত্যাগে বাধ্য হয়েছিলেন। তাদের মুখে নিরপেক্ষ নির্বাচনের কথা হাস্যকর।
দলের মধ্যে কোনো রকম সংঘাত চাইনা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘সংঘাতে যেই জড়িত থাকুক, কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ এ সময় প্রধানমন্ত্রী যেসব ইউনিটে কাউন্সিল হয়নি সেসব ইউনিটে দ্রুত কাউন্সিল করে কমিটি গঠনের নির্দেশনা দেন।
ক্ষমতা নিজের আখের গোছানোর জন্যে নয়, দেশের মানুষের জন্য কাজ করতে হবে বলে জানান সরকার প্রধান। বলেন, ‘মানুষকে দেওয়া অঙ্গীকার বাস্তবায়নে কাজ করতে হবে।’ বলেন, কালোবাজারি, মজুতদারির জন্য যেন দ্রব্যমূল্য বেড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে।
‘স্যাংশনের হুমকির জবাবে কাউন্টার স্যাংশনের কথা বলা হয়েছিল বাংলাদেশের পক্ষ থেকে। কারণ বাংলাদেশ তা পারে।’
জঙ্গিবাদ, সন্ত্রাস, দুর্নীতির বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে বলে নির্দেশ দেন প্রধানমন্ত্রী। বলেন, দেশের অগ্রযাত্রা যেন কেউ নস্যাৎ করতে না পারে সেজন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST