প্রতিনিধি ১৭ জুন ২০২৪ , ১:০৫:২৯ প্রিন্ট সংস্করণ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার বাবুল আহমেদ নামের এক উপ-পরিদর্শক (এসআই) কে মারধর করে হ্যান্ডকাফসহ আটককৃতকে ছিনিয়ে নিয়ে গেছে হামলাকারীরা। ঘটনাটি উপজেলার পাকশিমুল ইউনিয়নের ভূইশ্বর গ্রামে ঘটলে আহত এসআই বাবুল নিজে বাদী হয়ে ৪৭ জনের নাম উল্লেখ করে মামলাটি করেন।
তবে ছিনিয়ে নেওয়া হ্যান্ডকাফ ও আসামির খোঁজ এখনও মেলেনি।
তাই এ ঘটনার জিজ্ঞাসাবাদের জন্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে বলেও জানা যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম জানান, ভূইশ্বর গ্রামের জসিম উদ্দিন নামের একজন পাকশিমুল পশুর হাটে গরু ক্রয় করেন। গরু ক্রয় করার পর বাজারে হাসিল নিয়ে ইজারাদারের লোকজনের সাথে বাকবিতাণ্ডা হয়। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি হয়। এরই জেরধরে জসিম উদ্দিন নিজ গ্রাম ভূইশ্বর এসে রাস্তায় সিএনজি থামিয়ে পাকশিমুলের লোকজনকে খুঁজে মারধর করছিলেন। এই খবরে সেখানে এসআই বাবুল গিয়ে একজনকে আটক করে। এ সময় এসআই বাবুলের উপর হামলা করে আটককৃতকে হ্যান্ডকাফসহ ছিনিয়ে নিয়ে যায়। পরে বাবুলকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
তিনি আরও জানান, এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্যে দুইজনকে আটক করা হয়। পাশাপাশি মামলা দায়ের প্রস্তুতিও চলছে।
Design & Developed by BD IT HOST