রাজশাহী ব্যুরো : বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও দৈনিক অভিযোগ বার্তার(অনলাইন পোর্টাল) রাজশাহী প্রতিনিধি এ এস এম জুবায়ের হোসেন জুয়েলের পিতা আবু বক্কর সিদ্দিক মঙ্গলবার(১০ ডিসেম্বর) রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাস্পাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি স্ত্রী, এক পুত্র, এক কন্যাসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার(১১ ডিসেম্বর) দুপুর ২ টায় দাওকান্দি সরকারি কলেজ মাঠে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
তাঁর মৃত্যুতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় ও রাজশাহী বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।