ঢাকাThursday , 2 March 2023
আজকের সর্বশেষ সবখবর

হরিরামপুরে জাতীয় ভোটার দিবস- ২০২৩ উদযাপিত।

News Editor
March 2, 2023 6:21 pm
Link Copied!

 মোহাম্মদ আলী মানিকগঞ্জ প্রতিনিধি। মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় ২ মার্চ বেলা ১১ ঘটিকায় উপজেলা পরিষদের সামনে র‍্যালি ও বর্ণাঢ্য নানা আয়োজনের মধ্য দিয়ে “ভোট দিব নিয়ম মেনে, ভোট দিব যোগ্য জনে” প্রতিপাদ্যে জাতীয় ভোটার দিবস-২০২৩ উদযাপন করা হয়েছে । উক্ত র‍্যালিটি হরিরামপুর উপজেলা কমপ্লেক্সর সামনে থেকে শুরু করে উপজেলা চত্তর প্রদক্ষিন করে। এ সময় উপস্থিত ছিলেন, হরিরামপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শাহরিয়ার রহমান, উপজেলা নির্বাচন কমিশনার সৈয়দ গোলাম রাশেদ, সহকারী কমিশনার তাপসী রাবেয়া, উপজেলা মৎস কর্মকর্তা মো: সাইফুর রহমান,স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকব্ন্দগন সহ প্রমূখ ।সূত্রে জানা গেছে, ২০১৯ ইং থেকে সারাদেশে একযোগে “জাতীয় ভোটার দিবস” পালিত হয়ে আসছে।এ বিষয়ে নিয়ে হরিরামপুর উপজেলা নির্বাচন কমিশনার সৈয়দ গোলাম রাশেদ দৈনিক অভিযোগ বার্তা ও দৈনিক এশিয়া বাণী প্রত্রিকার মানিকগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ আলী কে জানান, সারাদেশের ন্যায় হরিরামপুরে জাতীয় ভোটার দিবস উদযাপন করা হয়। জনগণকে নিয়ম মেনে ভোটার হতে উদ্বুদ্ধ করতে ৫ম বারের মত এ দিবসটি উদযাপন করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।