
মোঃ নিশাদুল ইসলাম,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মাদক বিরোধী পৃথক দুইটি অভিযান চালিয়ে মোঃ আব্দুল হান্নান (৩৮), মোঃ বিল্লাল হোসেন (৩২) ও মোঃ রাজিব মিয়া (৩২) নামের তিন আসামীসহ যথাক্রমে ১৬ (ষোল কেজি) ও অন্য অভিযানে পাঁচ কেজিসহ সর্বমোট ২১ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ( ১৪ নভেম্বর ) প্রথম অভিযানে আশুগঞ্জ থানার একটি চৌকস টিম আশুগঞ্জের সোনারামপুর এলাকায় একটি নীল রঙের পিকাপে তল্লাসী চালিয়ে ষোল কেজি গাঁজাসহ দুই আসামীকে ও অপর এক অভিযানে আশুগঞ্জের চরচারতলা ইউনিয়নের গোলচত্বর থেকে ৫ (পাঁচ কেজি) গাঁজা এবং একটি মোটর সাইকেলসহ অন্য এক আসামীকে গ্রেফতার করে। এ ব্যপারে আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) খাইরুল আলম জানান, গ্রেফতারককৃত আসামী হান্নান ও মোঃ রাজিব মিয়ার বিরুদ্ধে পূর্বে একাধিক মাদক মামলা রয়েছে। এই দুজন ছাড়াও প্রত্যেক মাদক কারবারির বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে আইন আনুগ ব্যবস্থা নেওয়া হবে ।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST