
মোঃ রমজান আলীঃ ঝিনাইদহ
ঝিনাইদহের কোটচাঁদপুরে উপজেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয় ঝিনাইদহের ভ্রাম্যমাণ আদালতের যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। (১১ নভেম্বর ) মঙ্গলবার দুপুরে কোটচাঁদপুর পৌর শহরের বিভিন্ন জায়গায় এ অভিযান পরিচালনা করা হয়। এ
সময় ২ মুদি দোকানি ও ১ হোটেল মালিক কে ৬ হাজার টাকা জরিমানা করেন।
পৌর শহরের মেইন বাজারে পুরাতন থানা রোডের হোটেল মালিক শ্রী অশোক মল্লিক (৬০) মুদি দোকানি শ্রীধাম সাহা (৬২) ও মোক্তার হোসেন (৪০) কে জরিমানা করেন। মুল্য তালিকা ট্রেড লাইসেন্স সহ প্রয়োজনীয় কাগজপত্র না থাকার অপরাধে ভোক্তা অধিকার ও সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারা হোটেল ও রেস্তোরাঁ আইন ২০১৪ এর ১৯ ধারা মতে জরিমানা আদায় করা হয়।
বাজার তদারকি ও ভ্রাম্যমাণ আদালতে অভিযান পরিচালনা করেন কোটচাঁদপুর উপজেলা সহকারী কমিশনার ভুমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট মো,সোহেল রানা ,ঝিনাইদহ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নিশাত মেহের, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মুক্তার হোসেন প্রমুখ। এ সময় আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত মডেল থানা পুলিশের একটি চৌকস দল সহ উপজেলা প্রশাসনে কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST