
মোঃ রমজান আলীঃ ঝিনাইদহ
ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর শহরের মেইন বাজারে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে মেডিসিন কর্ণার মালিক কে ৫ হাজার টাকা নগদ অর্থ জরিমানা আদায় করা হয়েছে। (১২ই নভেম্বর) বুধবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভুমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো,সোহেল রানা ।সে সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহের ওষুধ পরিদর্শক মো,ইকরামুল করিম। সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, ওষুধ ও কসমেটিক আইন ২০২৩ এর ৪০ খ ধারায় মের্সাস মেডিসিন কর্ণারের মালিক সৌমিত্র সরকার (৭০) কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার ভুমি সোহেল রানা বলেন, ফিজিশিয়ান স্যাম্পল ও রেজিস্ট্রেশন চিকিৎসকের ব্যবস্থাপত্র ব্যতীত (ওটিসি) ব্যবস্থা বহির্ভূত ওষধ বিক্রয়ের অপরাধে ৫ হাজার টাকা নগদ অর্থ জরিমান করা হয়েছে।এ সময় সার্টিফিকেট পেশকার সুব্রত বিশ্বাস সহ পুলিশের একটি চৌকস দল উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST